চোখের পাপড়ি ঘন করার ঘরোয়া উপায়

চোখের পাপড়ি ঘন করার ঘরোয়া উপায়

লম্বা এবং ঘন চোখের পাপড়ি কার না পছন্দ? সবার কাছেই এটি খুবই আকর্ষনীয় ব্যাপার। অনেকে আবার সাজসজ্জার সময় নকল চোখের পাপড়ি ব্যবহার করে। কিন্তু প্রাকৃতিকভাবে নিজের চোখের পাপড়ি বৃদ্ধি পাক এটি সকলেরই কাম্য। চোখের পাপড়ি প্রাকৃতিকভাবে ঘন করে তুলতে আপনাকে জেনে নিতে হবে কিছু ঘরোয়া উপায়।

চলুন তবে জেনে নেয়া যাক সেই উপায়গুলো সম্পর্কেঃ

  • ১) প্রতিদিন রাতে এক ফোঁটা ক্যাস্টর অয়েল আঙ্গুলে নিয়ে পাপড়িতে ভালভাবে লাগিয়ে নিন।
  • ২) পেট্রোলিয়াম জেলি চোখের পাপড়িকে নমনীয় করে তোলে। তাই রাতে ক্যাস্টর অয়েলের পরিবর্তে এটিও লাগাতে পারেন।
  • ৩) এক কাপ গ্রীন টি বানিয়ে তা ঠান্ডা করতে হবে এবং তুলার সাহায্যে পাপড়িতে ম্যাসাজ করতে হবে।
  • ৪) ভালোভাবে চোখের মেকআপ পরিষ্কার করতে হবে। পরিষ্কার করতে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password