১৪ অক্টোবর থেকে ২২ দিনের জন্য ইলিশ ধরা নিষিদ্ধ

১৪ অক্টোবর থেকে ২২ দিনের জন্য ইলিশ ধরা নিষিদ্ধ

আর মাত্র এক দিনপর ১৪ অক্টোবর থেকে টানা ২২ দিনের জন্য ইলিশ আহরণে সরকারি নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। তাই শেষ মুহূর্তে নাওয়া-খাওয়া ভুলে ইলিশা ধরা আর মোকামে চালান করা নিয়ে ব্যস্ত সময় পার করছেন দ্বীপ জেলা ভোলার জেলেরা।

তবে নদীতে যখন প্রচুর মাছ ধরা পড়ছে তখন শুরু হচ্ছে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা। এ নিয়ে জেলে পল্লীর লোকজনের মাঝে বিরাজ করছে হতাশাও। তাই মা ইলিশ রক্ষা অভিযান ১৫ দিন সামনে এগিয়ে দেয়ার দাবি করছেন সংশ্লিষ্টরা। 

ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ছে। ইলিশে সয়লাব জেলার ছোট বড় শতাধিক মাছ ঘাট।মা ইলিশ রক্ষায় ১৪ অক্টোবর থেকে নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। কিন্তু যে সময়টাতে সব চেয়ে বেশি ইলিশ ধরা পড়ে তখনই এই নিষেধাজ্ঞা জারি করায় মা ইলিশ রক্ষা অভিযানকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে জেলে পল্লীতে।

ইলিশ রক্ষা অভিযান ১৫ দিন সামনে এগিয়ে দেয়ার পাশাপাশি নিষেধাজ্ঞাকালীন সব জেলেদের খাদ্য সহায়তা দেয়ার দাবী জানিয়েছেন জেলেরা।

ভোলার মৎস্য কর্মকর্তা এস. এম. আজাহারুল ইসলাম জানান, প্রজনন মৌসুমে ডিম ছাড়ার জন্য মা ইলিশ সমুদ্র থেকে নদীতে উঠে আসে। তাই এখন জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ছে। এ বছর ইলিশ উৎপাদনের লক্ষমাএ অর্জন করা সম্ভব হবে বলে আশা তার।

চলতি বছর ভোলা জেলায় ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৬৫ হাজার মেট্রিকটন। মৌসুমের প্রথম ৩ মাসেই ধরা পড়েছে প্রায় ৫৫ হাজার মেট্রিকটন ইলিশ।

মন্তব্যসমূহ (০)


Lost Password