সিগারেট-জর্দা-কাঁঠাল নিয়ে হজযাত্রা (ভিডিও)

সিগারেট-জর্দা-কাঁঠাল নিয়ে হজযাত্রা (ভিডিও)

হজ যাত্রীর ব্যাগ থেকে বের হলো পুরো এক কার্টুন কমদামি সিগারেট। আরেকটু খুঁজতেই বের হলো জর্দার বিশাল এক পেকেট।  একটু পর বের করা হলো আস্ত ২টি কাঁচা কাঁঠাল। 

এমন কি ৪ টি পেঁপে ও মিলল হজ যাত্রীর ব্যাগ থেকে। কি নেই এই হজ যাত্রীর ব্যাগে। সিগারেট-জর্দা-কাঁঠাল-পেঁপে- সেমাই-সেম্পু সহ নানা ধরণের জিনিস নিয়েই হজের উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন এক যাত্রী।

এবারের হজ যাত্রার ১৩তম দিনে ৪টি ফ্লাইটে করে সৌদি আরব যাচ্ছেন ১ হাজার ৬০০ বেশি হজ যাত্রী। এ সময় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটের যাত্রীদের বোর্ডিং ও ইমিগ্রেশন এর সময় একজন যাত্রীর ব্যাগ থেকে পাওয়া যায় এসব পণ্য। 

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিধিনিষেধ থাকার পরও এমন পণ্য বহন করায় যাত্রীর কাছ থেকে তা উদ্ধার করা হয়। 

মন্তব্যসমূহ (০)


Lost Password