সিএমপি'র বন্দর বিভাগে চালু হল ফ্রী রোগী পরিবহন সার্ভিস

সিএমপি'র বন্দর বিভাগে চালু হল ফ্রী রোগী পরিবহন সার্ভিস
MostPlay

আসন্ন লকডাউনে জরূরী রোগীর পরিবহনের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। আর এই অবস্থা দূরীকরনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম এর নির্দেশে উপ-পুলিশ কমিশনার (বন্দর) জনাব এস এম মেহেদী হাসান, বিপিএম(বার), পিপিএম(বার) কোভিড-১৯ সহ জরুরী রোগী পরিবহনে সিএমপি'র বন্দর বিভাগ এর উদ্যোগে ফ্রী রোগী পরিবহন সার্ভিস এর উদ্বোধন করেন।

মোট ০৩ টি মাইক্রোবাস ও ১৫টি সিএনজি নিয়ে এই ফ্রি রোগী পরিবহন সার্ভিস দিবে বন্দর বিভাগের চারটি থানা।  জরুরী রোগী পরিবহনে গাড়ী/এ্যাম্বুলেন্স এর সংকট থাকলে সিএমপি'র বন্দর বিভাগের চারটি থানায় ডিউটি অফিসারের নম্বরে যোগাযোগ করলে এই ফ্রি পরিবহন সেবা পাওয়া যাবে। 

নিচে বন্দর বিভাগের চারটি থানার ডিউটি অফিসারের নাম্বার  হলোঃ বন্দর থানাঃ 01320-052899, ইপিজেড থানাঃ 01320- 052926, পতেঙ্গা থানাঃ 01320-052953, কর্ণফুলী থানাঃ 01320-052980

সিএমপি'র বন্দর বিভাগ এলাকা হতে চট্টগ্রাম মহানগরে যে কোন স্থানে বিনামূল্যে রোগী পরিবহনে এই সেবা পাওয়া যাবে। এবং করোনা মহামারীতে ২৪/৭ এই সেবা পাওয়া যাবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password