এইচএসসির চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

এইচএসসির চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ
MostPlay

২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। ১৭ আগস্ট, মঙ্গলবার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয় অ্যাসাইনমেন্ট।

 এনসিটিবি প্রণীত সকল সাধারণ শিক্ষাবোর্ডের অ্যাসাইনমেন্ট এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শুরু হয় ২৬শে জুলাই থেকে। সে ধারাবাহিকতায় ১৭ আগস্ট, ২০২১ এ চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট আপলোড করা হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে। 

অ্যাসাইনমেন্ট প্রকাশের নির্দেশনায় বলা হয়, 'কোভিড-১৯ মহামারীর কারণে এনসিটিবি ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকার শিক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির আলোকে প্রণীত অ্যাসাইনমেন্টগুলোর মধ্যে চতুর্থ সপ্তাহের জন্য গুচ্ছ-১ এর পদার্থবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ইসলাম শিক্ষা, শিশুর বিকাশ, লঘু সংগীত এবং গুচ্ছ -৩ এর রসায়ন, অর্থনীতি,  পৌরনীতি ও সুশাসন, যুক্তিবিদ্যা, হিসাববিজ্ঞান, খাদ্য ও পুষ্টি, উচ্চাঙ্গ সংগীত বিষয়ের ১৪ টি অ্যাসাইনমেন্ট পাঠানো হলো।  অ্যাসাইনমেন্টটির কার্যক্রম শুরু হবে ১৭ আগস্ট (গতকাল) থেকে।'

২০২১ সালের এইচএসসি পরীক্ষার মূল্যায়নে, এই অ্যাসাইনমেন্টগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ইতিপূর্বে  জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। করোনার কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে ২০২১ সালের এইচএসসি পরীক্ষাটি এখনো অনুষ্ঠিত হওয়া সম্ভব হয়নি। যদি পরিস্থিতির উন্নতি না হয় বা কোনো কারণে পরীক্ষা অনুষ্ঠিত না হতে পারে তবে এই অ্যাসাইনমেন্ট এবং পূর্ববর্তী পরীক্ষার রেজাল্ট দিয়ে চলতি সালের এইচএসসি পরীক্ষার ফলাফল তৈরি করা হবে -এমনটাই বলেছেন শিক্ষামন্ত্রী। 

মন্তব্যসমূহ (০)


Lost Password