বগুড়ার কাহালু উপজেলায় মোটরসাইকেল থেকে পড়ে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

বগুড়ার কাহালু উপজেলায় মোটরসাইকেল থেকে পড়ে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

বগুড়ায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। নিহত ইউপি চেয়ারম্যানের নাম আবুল কালাম আজাদ (৭০)। তিনি জেলার কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামগ্রামের বাসিন্দা। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বগুড়া শহরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

কাহালু থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বিবিরপুকুরে কাজ শেষে কাহালু আসার পথে মোটরসাইকেল থেকে পড়ে যান। এসময় তিনি মাথায় গুরুতর আঘাত পান।  স্থানীয়রা তাকে উদ্ধার করে। মাথায় আঘাত পাওয়ায় তাকে পরিবারের লোকজন দ্রুত বগুড়ার শহরের সাইক জেনারেল হাসপাতালে ভর্তি করায়। মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমবার হোসেন জানান, আবুল কালাম আজাদ মোটরসাইকেলে যাওয়ার পথে বিবিরপুকুর পড়ে মাথায় আঘাত পান। পরে তাকে পরিবারের লোকজন শহরের সাইক জেনারেল হাসপাতালে ভর্তি করলে রাতে তার মৃত্যু হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password