রাজধানীর লালবাগে ছেলের ছোড়া এসিডে ঝলসে গেলেন মাসহ পাঁচজন

রাজধানীর লালবাগে ছেলের ছোড়া এসিডে ঝলসে গেলেন মাসহ পাঁচজন

হঠাৎ ভয়ঙ্কর রূপ ধারণ করলেন ছেলে আলী হোসেন। মুহূর্তেই পাশে থাকা সবার শরীরে এসিড ছুড়লেন তিনি। এতে পরিবারের পাঁচজন ঝলসে গেছেন। পরে নিজের শরীরে এসিড ঢেলে দেন আলী হোসেন।

মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে রাজধানীর লালবাগ কাশ্মিরীটোলার বাসায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মা মোমেনা বেগম (৭০), বোন জামিলা আক্তার (৩০), দুই ভাই আনোয়ার হোসেন (৫২), ইকাবাল হোসেন (৪৫) ও ভাগিনা সালেহীন (২০)। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হয়েছে। 

লালবাগ থানার এসআই অমিতব দর্জি চন্দ্র এ তথ্য নিশ্চিত করে জানান, আলী হোসেন একজন মাদকসেবী। তার মানসিক সমস্যা রয়েছে। তিনি একটি ব্যাটারি কারখানায় কাজ করেন। মঙ্গলবার ভোরে পরিবারের সঙ্গে ঝগড়া লাগে তার। এক পর্যায়ে আলী হোসেন ব্যাটারিতে ব্যবহৃত এসিডের পানি তার মাসহ পরিবারের পাঁচজনের শরীরে ছুড়ে মারেন। এতে তারা দগ্ধ হন। পরে আলী হোসেন নিজের শরীরেও এসিড ঢেলে দেন।

তিনি আরো জানায়, দগ্ধদের সকালে চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে আসা হয়। জামিলা আক্তার, ইকবাল ও সালেহীনের চোখে এসিড লাগে। তাদের তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আগারগাঁও চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মা মোমেনা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। আর আলী হোসেন অবজারবেশনে রয়েছেন। সেখান থেকে চিকিৎসক মানসিক ডাক্তার দেখাতে বলেছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password