ব্রাজিলের আট খেলোয়াড়ের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা

ব্রাজিলের আট খেলোয়াড়ের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা
MostPlay

স্পোর্টস ডেস্ক : করোনার কারণে ল্যাতিন আমেরিকার দেশগুলো থেকে আগতদের ওপর কড়া নিয়ম জারি করেছে ব্রিটিশ সরকার। এসব দেশ থেকে কেউ ইংল্যান্ডের প্রবেশ করলে তাদের বাধ্যতামূলক ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। তাই ক্লাবের হুমকির মুখে পরে ব্রাজিলের হয়ে বুশ্বকাপ বাছাইপর্ব থেকে সরিয়ে নেয় ব্রাজিলের আট ফুটবল খেলোয়াড়। ইপিএলে খেলা ব্রাজিলের আট খেলোয়াড়ের ওপর পাঁচ দিনের নিষেধাজ্ঞা আরোপ করে ফিফা। এই আট খেলোয়াড়ের মধ্যে আছেন চেলসির থিয়াগো সিলভা, লিভারপুলের অ্যালিসন বেকার, ফিরমিনহো, ম্যান সিটির জেসুস ও এদারসন।

ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের (সিবিএফ) অনুরোধেই খেলোয়াড়দের এই শাস্তি দেওয়া হয়। তাই আন্তর্জাতিক বিরতির পর আজ থেকে আবার শুরু হতে যাওয়া ইংলিশ প্রিমিয়ার লিগের এই সপ্তাহের ম্যাচে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে যায় ব্রাজিলের আট খেলোয়াড়ের। তবে প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর আগে সেই আট খেলোয়াড়ের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। ব্রাজিলিয়ান বোর্ডের সবুজ সংকেত পাওয়ার পর ওই আট ব্রাজিলিয়ানের ওপর আরোপিত ‘পাঁচ দিনের নিষেধাজ্ঞা’ তুলে নেওয়ার কথা শুক্রবার জানিয়েছে ফিফা।

শুধু ব্রাজিল নয়, অন্য তিন দেশ- চিলি, মেক্সিকো ও প্যারাগুয়ের ফুটবল ফেডারেশনও সবুজ সংকেত দিয়েছে। ইংলিশ লিগে খেলা এই তিন দেশের ফুটবলারদের লিগের শুরুর ম্যাচে খেলতে আর কোনো বাধা থাকল না। ফিফা, জাতীয় দল ও ক্লাবগুলোর বৈঠকের পর খেলোয়াড়দের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

মন্তব্যসমূহ (০)


Lost Password