দণ্ডপ্রাপ্ত আসামির জামিন করানোর নামে প্রতারণা ভুয়া এসআই আটক

দণ্ডপ্রাপ্ত আসামির জামিন করানোর  নামে প্রতারণা ভুয়া এসআই আটক
MostPlay

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির জামিন করানোর কথা বলে অর্থ হাতিয়ে নেয়ায় অভিযোগে সোহেল রানা নামের এক ভুয়া এসআইকে (উপ পরিদর্শক) আটক করেছে পুলিশ।সোমবার (১৯ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা আদালতের সামনে থেকে তাকে আটক করা হয়। আটকের পর তার কাছ থেকে পুলিশের জাল পরিচয়পত্র, ব্যাংকিং ভিসা কার্ড, আদালতের জাল নথি, মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।আটক সোহেল রানা (২৮) কুষ্টিয়ার মিরপুর থানার আমবাড়িয়া গ্রামের আজিবার মণ্ডলের ছেলে।

পুলিশ জানায়, নিজেকে এসআই রানা দাবি করে আলমডাঙ্গা উপজেলার আসমানখালী এলাকার ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামির সাজা মওকুফ করে জামিন করানোর নাম করে ১০ হাজার টাকা দাবি চান সোহেল রানা। এরমধ্যে তিন হাজার টাকা হাতিয়ে নিয়ে ভুক্তোভোগীর পরিবারকে আদালতে আসতে বলে। পরিবারের লোকজন আদালত চত্বরে গেলে সোহেল রানার কর্মকাণ্ডে সন্দেহ হয়। এসময় তারা চুয়াডাঙ্গা সদর থানায় খবর দিলে পুলিশ সোহেল রানাকে আটক করে। এসময় তার কাছে থাকা বাংলাদেশ পুলিশের জাল পরিচয়পত্র, বেশ কয়েকটি ব্যাংকিং ভিসা কার্ড, আদালতের জাল নথি, পুলিশ স্টিকার সম্বলিত মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, পুলিশের এসআই পরিচয় দিয়ে সাজা মওকুফ করানোর আশ্বাস দিয়ে প্রতারণা করে আসছিল সোহেল রানা। এমন অভিযোগে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password