কৃষকের পাশে দাড়িয়েছেন সিরাজগঞ্জ জেলা যুবলীগের সাধারন সম্পাদক একরামুল হক

কৃষকের পাশে দাড়িয়েছেন সিরাজগঞ্জ জেলা যুবলীগের সাধারন সম্পাদক একরামুল হক

আজকে( ৮ মে) সকালে  সিরাজগঞ্জ জেলা যুবলীগের সাধারন সম্পাদক একরামুল হকের  ডাকে সারা দিয়ে সলংগা থানা, ইউনিয়ন ও সিরাজগঞ্জ জেলার যুবলীগের সকল নেতা কর্মী  সলংগা থানার নাইমুরী গ্রামে কৃষকের পাশে এসে দাড়িয়েছেন। কৃষক যখন লোকের অভাবে ধান কাটতে পারছিল না তখন হঠাৎ করে হাজির হন একরামুল হকের নেতৃত্বে যুবলীগের নেতা কর্মী।

কৃষকের মুখে হাসি ফুটানোর জন্য তারা সবাই নেমে পড়েন ধানের ক্ষেতে,  মুহূর্তের মধ্যে কেটে ফেলেন ৪০ শতাংশ জমির পাকা ধান। সেই কৃষক জানায় আমার এই ধান কাটতে অনেক কষ্ট হত ধান কাটার জন্য লোক পাওয়া যায়না পাইলেও অনেক টাকা লাগে, লোকের টাকা দিতে হিমসিম খেতে হয়। আজকে  যুবলীগের ভাইরা আমার পাশে এসে দাড়িয়েছে আমি আজকে অনেক খুশি যে আমার ক্ষতের ধান বিনা খরচে তাড়া কেটে, আমার বাড়িতে নিয়ে মারাই করে দিয়েছেন ।

যুবলীগের সেক্রেটারি একরামুল হক জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা যুবলীগের নেতৃত্বে  টানা ৩ দিন অব্যাহত থাকবে এই কাজ। তিনি আরো বলেন এই দেশের কৃষক রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সোনালী ফসল ফলায়  আমরা সেটা ভোগ করি।  কৃষকের সাথে আজকে কাধে কাধ মিলিয়ে তার কাজে সহযোগিতা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।যত দিন বেচে থাকব এদেশের মেহনতি মানুষের পাশে দাড়াব। 

মন্তব্যসমূহ (০)


Lost Password