করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ডাঃ শাহনেয়াজ বেগম

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ডাঃ শাহনেয়াজ বেগম
MostPlay
নাম শাহনেয়াজ বেগম। বয়স ৬৫ বছর, পেশায় চিকিৎসক। করোনায় আক্রান্ত হয়ে তিনি গতকাল বুধবার বিকেল চারটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শাহনেয়াজ বেগম বগুড়ার বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের সাবেক রেজিস্ট্রার এবং প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন। তাঁর স্বামী বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ও শিশু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান আতাউর রহমান।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বগুড়া জেলা শাখার সদস্য ছিলেন শাহনেয়াজ বেগম। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে চিকিৎসকদের সংগঠনটি। এ নিয়ে বগুড়ায় করোনায় ১১ চিকিৎসকের মৃত্যু হয়েছে।

বিএমএ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ রেজাউল আলম বলেন, শাহনেয়াজ রংপুর মেডিকেল কলেজের ১১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। করোনা পজিটিভ হওয়ার পর তাঁর অবস্থার অবনতি ঘটলে তাঁকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেলে তিনি মারা যান।

মন্তব্যসমূহ (০)


Lost Password