ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমাকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে রাখায় প্রতিবাদ জানিয়েছে আদিবাসী ছাত্রদের একাধিক সংগঠন। শুক্রবার (৯ আগষ্ট) বিকেলে হেয়ার রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানায় তারা।
সাভারে জাতীয় সৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পরে উপদেষ্টাদের নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. ইউনূসের নেতৃত্বে নতুন সরকারের প্রথম বৈঠক চলাকালীন সময়ে মূল ফটকের বাইরে এই মানববন্ধন করেন আদিবাসী শিক্ষার্থীরা। মানববন্ধনে তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনে আদিবাসী শিক্ষার্থীদের সাথে বৈষম্য করা হয়েছে।
একইসাথে সুপ্রদীপ চাকমা কে আওয়ামী লীগের "দালাল" উল্লেখ করে অবিলম্বে সরিয়ে তাদের সঙ্গে আলোচনা করে নতুন উপদেষ্টা নিয়োগের দাবি জানিয়েছেন। আদিবাসীদের পক্ষ থেকে পাহাড়ি ছাত্র পরিষদের সহ সভাপতি রেং ইয়ং ম্রো বলেন, আদিবাসীদের সঙ্গে কোনরকম আলোচনা না করেই তাদের প্রতিনিধি ঠিক করা আদিবাসীদের সঙ্গে একধরনের মশকরা। আমরা এতোদিন বৈষম্য বিরোধী আন্দোলন করে দেশকে নতুন করে স্বাধীন করেছি, কিন্তু নতুন সরকার এসেই আমাদের সঙ্গে বৈষম্য বিরোধী একটা আচরণ করেছে।
আমরা চাই আদিবাসীদের যেসব সংগঠন ও স্টেক-হোল্ডার আছে, তাদের সাথে আলোচনা করেই প্রতিনিধি নির্বাচন করুক। আদিবাসী শিক্ষার্থীদের মানববন্ধনের ব্যবহৃত প্ল্যাকার্ডগুলোতে ‘আলোচনা না কর প্রতিনিধি ঠিক করা, আদিবাসীদের সঙ্গে মশকরা’, ‘আমাদের প্রতিনিধির সংস্কার চাই, পরিবর্তন চাই’, ‘আদিবাসী ছাত্রসমাজ আশাহত, মর্মাহত ও ক্ষুব্ধ’ প্রভৃতি স্লোগান লিখা ছিল।
সূত্রঃ বার্তা২৪
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন