ফরিদপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত

ফরিদপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত

ফরিদপুর থেকে জাকির হোসেন: পঞ্চমবারের মতো সারা দেশের ন্যায় ফরিদপুরেও উদযাপিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ দিবস। ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ এই প্রতিপাদ্য নিয়ে র‌্যালি, আলোচনা সভার মধ্যে দিয়ে ফরিদপুরে দিবসটি উদযাপিত হয়। রবিবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আিইসিটি) মোহাম্মদ সাইফুল কবির। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান,বিপিএম-সেবা। সেমিনারে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন সহকারী কমিশনার (গোপনীয়) তারেক হাসান।

অন্যান্যের মধ্যে আলোচনা সভায় জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রে মোঃ লিটন আলী, সিভিল সার্জন ছিদ্দিকুর রহমান,শিক্ষাবিদ ও সাংবাদিক প্রফেসর মোঃ শাহজাহান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কবিরুল ইসলাম সিদ্দিকী, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা , জেলার উপজেলা নির্বাহী অফিসার ও চেয়ারম্যানগণ অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে ডিজিটাল বাংলাদেশ ই সেবা ক্যাম্পেইনে জেলার সেরা উদ্যোক্তা ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের রোকসানা পারভীন ও মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মোঃ আবু জাফরকে পুরস্কৃত করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password