সায়েন্স ল্যাবে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণ

সায়েন্স ল্যাবে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণ

রাজধানীর ধানমন্ডির সায়েন্স ল্যাবে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ধসে পড়েছে তিনতলা ভবনের একাংশ। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। এখন পর্যন্ত ঢাকা মেডিকেলের ভর্তি করা হয়েছে ৭ জনকে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন দগ্ধ আরও ৬ জন।

জানা গেছে, রোববার (৫ মার্চ) সকাল পৌনে এগারোটায় সায়েন্স ল্যাবের শিরিন ম্যানশনের তিনতলায় একটি ইনস্যুরেন্স কোম্পানির অফিসে ঘটেছে এই দুর্ঘটনা। এতে আহত সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. শহীদুল্লাহ জানান, একজন সিএনজি চালক ও একজন রিকশাওয়ালা এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকাটি ঘিরে ফেলা হয়েছে যাতে, আলামত নষ্ট না হয়।

এছাড়া, ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলেছে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক করার জন্যও চেষ্টা চালানো হচ্ছে। তদন্তের আগে বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছু জানানো সম্ভব না বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া, প্রত্যক্ষদর্শীরা হতাহতের সংখ্যার ব্যাপারে বিভিন্ন তথ্য দিলেও নিশ্চিত করে এখনও কিছু জানা যায়নি।

মন্তব্যসমূহ (০)


Lost Password