ঢাকা-৫ আসনের উপনির্বাচন

ঢাকা-৫ আসনের উপনির্বাচন

ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনের সম্ভাব্য দলীয় প্রার্থীর সমর্থকরা প্রতিক বরাদ্ধের আগেই প্রচারনায় নেমে পড়েছেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ সেপ্টেম্বর প্রতিক  বরাদ্ধের পর থেকে প্রার্থী বা তার সমর্থকরা প্রচার প্রচারনায় নামার কথা। কিন্তু তার আগেই সম্ভাব্য প্রার্থীর পক্ষে তার সমর্থকরা ডেমরা যাত্রাবাড়ীর অলি গলি পাড়া মহল্লায় অনানুষ্ঠানিক প্রচারনা  চালাচ্ছেন।  বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীর সমর্থকরা অনানুষ্ঠানিক  ভাবে প্রচারনায় নেমেছেন। ইতিমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের  প্রার্থী হিসেবে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম মনুকে দলের পক্ষ থেকে মনোনয়ন দিয়েছেন আওয়ামী লীগ  সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  মনু ঢাকা-৫ আসনে লড়বে নৌকা প্রতিক নিয়ে । 

বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ভাবে কাউকে মনোনয়ন না দিলেও এই আসনে  যাত্রাবাড়ী থানা বিএনপির সভাপতি নবী উল্লাহ নবীই মনোনয়ন পাচ্ছেন বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। এই আসনে বিএনপির  সম্ভাব্য প্রার্থী নবী উল্লাহ নবী লড়বেন ধানের শীষ প্রতিক নিয়ে ।  

সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিও এই আসনে প্রার্থী দিচ্ছে। আগামী ১২ সেপ্টেম্বর  জাপার পক্ষ থেকে প্রার্থীর নাম ঘোষণা করার কথা রয়েছে। তবে  জাপা সূত্রে জানা গেছে, বরাবরের মতো এবারের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন দলের প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ। তিনি লড়বেন লাঙ্গল প্রতিক নিয়ে। 

রাজধানীর প্রবেশ পথ  যাত্রাবাড়ী ও ডেমরা এলাকা নিয়ে গঠিত  ঢাকা -৫ আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ২৭ অক্টোবর। এই  আসনে  ইলেকট্রনিক  ভোটিং  মেশিনে (ইভিএম)  ভোট গ্রহণ হবে। আওয়ামী লীগের সাংসদ হাবিবুর রহমান মোল্লার মৃত্যুর কারণে শুন্য হওয়া এই আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র  করে তিন মাস আগে থেকে  অনানুষ্ঠানিক প্রচারনায়  নামেন আওয়ামী লীগ, বিএনপি ও জাপার সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা।  তবে গত কয়েকদিনে সেই প্রচারনায় গতি আরো বেড়েছে।  ঢাকা- ৫ আসনে উপনির্বাচনে প্রার্থী হওয়ার জন্য স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এক ডজনেরও বেশি নেতা দলীয় ফরম সংগ্রহ করেছিলো। 

এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী, ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রয়াত হাবিবুর রহমান  মোল্লার  ছেলে মশিউর রহমান  মোল্লা সজল, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলা মনু, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ মুন্না, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন ও শিল্পপতি  হারুন অর রশিদ । 

তাদের মধ্যে থেকে কাজী মনিরুল ইসলাম মনুকেই আওয়ামী লীগের পক্ষ থেকে চুড়ান্ত মনোনয়ন দেয়া  হয়েছে। এই ব্যাপারে কাজী মনিরুল ইসলাম মনু ভোরের ডাককে বলেন, নেত্রী ( শেখ হাসিনা ) আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখে নৌকা প্রতিক  তুলে দিয়েছেন। আমি  ডেমরা যাত্রাবাড়ী  এলাকার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের নিয়ে  নৌকার বিজয় নিশ্চিত করে নেত্রীকে এই আসন  উপহার দেবো। 

আগামী  রবিবার এই আসনে বিএনপির চুড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে। তার আগে আজ থেকে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে সম্ভাব্য প্রার্থীরা দলীয় ফরম সংগ্রহ করতে পারবেন।  রোববার  প্রার্থীদের  স্বাক্ষাত নেয়া শেষে চুড়ান্ত  প্রার্থী ঘোষণা করা হবে।  এই আসনে বিএনপি থেকে  সাবেক  ওয়ার্ড কমিশনার নবী উল্লাহ নবী, সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ ও বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হাজী আবুল বাশার সহ আরো কয়েকজন মনোনয়ন প্রত্যাশী অনানুষ্ঠানিক ভাবে প্রচারনায় থাকলেও নবী উল্লাহ নবীই পাচ্ছেন ধানের  শীষে প্রতিক, এমনটায় জানা গেছে বিএনপির নির্ভরযোগ্য সূত্রে।

এই ব্যাপারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নবী উল্লাহ নবী বলেন, আমি  দলের মনোনয়ন পাবো বলে বিশ্বাস রাখি। নির্বাচনের জন্য আমার সর্বাত্বক প্রস্তুতি আছে।  সুষ্ট নির্বাচন হলে  বিপুল ভোটে এই নির্বাচনে আমি বিজয় লাভ করবো। সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিও আগামী ১২ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে দলীয় প্রার্থী ঘোষণা করবে। তবে  এই আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদই হচ্ছেন লাঙ্গলের একমাত্র মনোনয়ন প্রত্যাশী । তাই তিনি পাবেন  দলের মনোনয়ন। 

উল্লেখ্য, আওয়ামী লীগের এমপি হাবিবুর রহমান  মোল্লা গত ৬  মে মৃত্যুবরণ করলে ঢাকা-৫ আসনটি শূন্য হয়। এ আসনে  ভোট করার  শেষ সময় ১ নভেম্বর।  গতকালের  ঘোষিত তফসিল অনুযায়ী, আসনের  ভোট হবে ১৭ অক্টোবর। মনোনয়নপত্র জমা  দেওয়ার  শেষ সময় ১৭  সেপ্টেম্বর, যাচাই ২০ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ২৭ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ হবে ২৮  সেপ্টেম্বর।

মন্তব্যসমূহ (০)


Lost Password