শ্রমিকের কাজ করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

শ্রমিকের কাজ করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ঢাকায় শ্রমিকের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে লালমোহনের এক কলেজছাত্র। মঙ্গলবার দুপুরে রাজিব নামে ওই ছাত্র ঢাকায় তার নিজ কর্মস্থলে মারা যায়।বুধবার দুপুরে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।রাজিব লালমোহন বদরপুর ইউনিয়নের নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র। তার বাবা মো. ইউসুফ একজন কৃষক। বদরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড়ন্দি বাড়ির বাসিন্দা তারা। ৫ ভাই ও ১ বোনের মধ্যে রাজিব ছিল তৃতীয়।

রাজিবের সহপাঠী নাইম জানান, করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় রাজিব পরিবারের ভরণ-পোষণের জন্য ৪ মাস আগে ঢাকায় যায়। সেখানে ঢাকা উদ্যানের কাছে জনৈক ঠিকাদারের সঙ্গে রাজমিস্ত্রির কাজ করত সে।মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজিব রডের কাজ করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করে। বুধবার দুপুর ১টার দিকে রাজিবের লাশ হাসপাতাল থেকে নিয়ে স্বজনরা লালমোহনে তার নিজ বাড়ির উদ্দেশে রওনা দেয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password