শিশুকে যৌন নির্যাতন,অভিযুক্তের ৩ লাখ টাকা জরিমানা-বেত্রাঘাত

শিশুকে যৌন নির্যাতন,অভিযুক্তের ৩ লাখ টাকা জরিমানা-বেত্রাঘাত
MostPlay

মাদারীপুরের শিবচরে দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক সালিশ মীমাংসায় স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান অভিযুক্তকে তিন লাখ টাকা জরিমানা, বেত্রাঘাত ও এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন।

গত বছরের নভেম্বরে শিবচর উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নে এ যৌন নির্যাতনের ঘটনা ঘটে। চলতি বছরের ২০ ফেব্রুয়ারি সালিশে অভিযুক্তকে এ শাস্তি দেয়া হয়। এ ঘটনায় সোমবার (৮ মার্চ) মামলা দায়ের করে নির্যাতনের শিকার এক শিশুর পরিবার অভিযুক্তের নাম আকমন মাদবর (৫০)। তিনি একই ইউনিয়নের মৃত ধলু মিয়া মাদবরের ছেলে।

স্থানীয় ও শিবচর থানা সূত্রে জানা গেছে, জাম্বুরা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ওই দুই শিশুকে (একজনের বয়স ৬ ও আরেকজনের ৭ বছর) যৌন নির্যাতন চালান আকমন মাদবর। পরবর্তীতে যৌন নির্যাতনের ঘটনা জানাজানি হলে গত ২০ ফেব্রুয়ারি রাতে উত্তর বহেরাতলা ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন হায়দার হাওলাদার নির্যাতনের শিকার শিশুকন্যার বাড়িতে সালিশ মীমাংসার বৈঠক করেন। সালিশে অভিযুক্ত আকমন মাতবরকে তিন লাখ টাকা জরিমানা, একই সঙ্গে ১০টি বেত্রাঘাত করে এলাকা ছাড়ার নির্দেশ দেয়া হয়। এতদিন বিষয়টি চাপা ছিল।

সোমবার (৮ মার্চ) রাতে শিবচর থানায় মামলা করেন ওই দুই শিশুর পরিবার। সালিশের বিষয়টি এজাহারে উল্লেখ করে অভিযুক্ত আকমন মাতবরকে আসামি করা হয়েছে। সালিশের বিষয়ে জানতে চাইলে উত্তর বহেরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন হাওলাদার সালিশ মীমাংসার কথা স্বীকার করেন।

তিনি বলেন, ‘আমি সালিশে যেতে চাইনি। কিন্তু এলাকার মুরুব্বিরা আমাকে সালিশে ডেকে নিয়ে গেছেন। আমি মেয়েপক্ষকে বলেছিলাম, আপনারা থানায় যান। তারা থানায় যায়নি।’এ ঘটনায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন।

তিনি বলেন, ‘যৌন নির্যাতনের ঘটনায় চেয়ারম্যানের সালিশ মীমাংসার খবর পেয়েই এলাকায় পুলিশ পাঠানো হয়েছিল। গতকাল নির্যাতিত দুই শিশুর অভিভাবকদের থানায় ডেকে আনা হয়। পরে নির্যাতনের ঘটনায় স্থানীয়ভাবে ইউপি চেয়ারম্যানের সালিশের কথা উল্লেখপূর্বক অভিযুক্ত আকমনকে আসামিকে করে মামলা নেয়া হয়েছে।’

মন্তব্যসমূহ (০)


Lost Password