শুরু না হতেই বন্ধ হলো বিআরটিএ'র সেবা

শুরু না হতেই বন্ধ হলো বিআরটিএ'র সেবা

শুরু হতে না হতেই করোনার প্রার্দুভাব পরিস্থিতি বিবেচনা করে ফের বন্ধ হলো বিআরটিএ এর সকল সেবা । সোমবার (২৬ জুলাই) থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সীমিত পরিসরে কিছু জরুরি সেবা চালু করেছিল। কিন্তু জরুরি সেবা চালুর একদিন পরেই আজ মঙ্গলবার সেবা কার্যক্রম বাতিল করলো সংস্থাটি।

মঙ্গলবার (২৭ জুলাই) বিআরটিএ পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মহামারি করোনাভাইরাসের সংক্রমণের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় বিআরটিএর সব সেবা কার্যক্রম সরকারের নির্দেশনার আলোকে পর্যায়ক্রমে চালু করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

লকডাউনের কারণে বর্তমানে বন্ধ রয়েছে বিআরটিএর সকল সেবা। পরবর্তীতে সেবা চালু করলে পূর্ববর্তী ঘোষনা দিয়ে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটি।

মন্তব্যসমূহ (০)


Lost Password