বাজেটের আগেই বাড়লো বেনসন ও গোল্ডলিফের দাম

বাজেটের আগেই বাড়লো বেনসন ও গোল্ডলিফের দাম
MostPlay

জুন-জুলাই আসলে দেশের বাজারে পন্যের বাজারদর বাড়বে বাংলাদেশের পরিপেক্ষিতে এটাই হয়তো স্বাভাবিক। কিন্তু তামাকজাত পন্যের মূল্য বৃদ্ধি পাবে এটা হয়তো সকলের জানা। তাই জুন জুলাই অর্থাৎ নতুন অর্থবছরকে সামনে রেখে  ফের বাড়ল সিগারেটের মূল্য।

বৃহস্পতিবার (৩ জুন) নতুন অর্থবছরের (২০২১-২২) বাজেট প্রস্তাব তুলে ধরবেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। অথচ অর্থমন্ত্রী নতুন অর্থবছরের বাজেট ঘোষণার আগেই রাজধানীতে বিভিন্ন পণ্যের দাম বেশি রাখছেন ব্যবসায়ীরা।

প্রতি বছরের মতো এবার বাজেট ঘোষণার আগেই সিগারেটের দাম বেশি রাখছেন ব্যবসায়ীরা। বুধবার রাজধানীর বিভিন্ন শপিংমলে ও অলিগলির দোকানগুলোতে ১০ টাকার গোল্ডলিফ সিগারেট ১১-১২ টাকায় আর ১৪ টাকার বেনসন ১৫-১৬ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

তবে সবাই যে সিগারেট বেশি দামে বিক্রি করছেন এমনটা নয়। প্রকৃত দামেও অনেক বিক্রেতা এখনো সিগারেট বিক্রি করছেন।

রাজধানী ঢাকার এক ব্যবসায়ী বলেন,বাজেট আসলে ব্যবসায়ীরা ইচ্ছা করেই এর সংকট তৈরী করে। আর সেই কারণে বাজেটের আগেই সিগারেটের সংকট দেখা যায়। সেই ক্ষেত্রে আমরা বেশি দামে কিনে দাম বাড়িয়ে বিক্রি করি। ব্যবসায় লোকসান দিয়ে তো বিক্রি করতে পারবো না।

মন্তব্যসমূহ (০)


Lost Password