সীমান্তে ভারতীয় পুলিশের হাতে বাংলাদেশি যুবক আটক

সীমান্তে ভারতীয় পুলিশের হাতে বাংলাদেশি যুবক আটক
MostPlay

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রহিবুল ইসলাম (২১) নামের এক বাংলাদেশী যুবককে ভারতীয় পুলিশ আটক করেছে। বর্তমানে সে ভারতীয় কারাগারে আছে বলে জানা গেছে।

বুধবার ( ২৪ ফেব্রুয়ারী) ভোর ৫টায় ওই উপজেলার দহগ্রাম সীমান্তের ডিএমপি ৯নম্বর মেইন পিলার ও ২৪নম্বর সাব পিলারের কাছে ভারতের প্রায় ১ কি.মি অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আটক যুবক ওই উপজেলার দলগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঘাটিয়ারটারী এলাকার মজিবুর রহমানের ছেলে।

জানা গেছে, বুধবার ভোরে দলগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঘাটিয়ারটারী এলাকার মজিবুর রহমানের ছেলে অবৈধভাবে দহগ্রাম সীমান্তের ডিএমপি ৯নম্বর মেইন পিলার ও ২৪নম্বর সাব পিলারের কাছ দিয়ে ভারতের প্রায় ১ কি.মি অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতীয় পাঁচমাইল নামক স্থানে কুচলিবাড়ী থানা পুলিশ রহিবুলকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে আটককৃত যুবককে আদালতের মাধ্যমে মেকলিগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

বর্ডারগার্ড বাংলাদেশ ৫১ বিজিবির দহগ্রাম ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার রতিশ চন্দ্র দে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আরো কিছু জানার থাকলে পানবাড়ী কম্পানি কমান্ডার স্যারের সাথে যোগাযোগ করুন।

এ বিষয়ে দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন প্রধানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

মন্তব্যসমূহ (০)


Lost Password