জালে ধরা ১২০ কেজি ওজনের বাঘাইড়, সোয়া লাখ টাকায় বিক্রি

জালে ধরা ১২০ কেজি ওজনের বাঘাইড়, সোয়া লাখ টাকায় বিক্রি

জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৬ ফুট লম্বা ১২০ কেজি ওজনের বাঘাইড় মাছ। শনিবার সন্ধ্যায় উপজেলার চিকাজানীর খোলাবাড়ীর কাছে যমুনা নদীতে জেলে মো. বাদশা মিয়া ও তার ছেলে মো. ময়নুল হকের জালে ধরা পড়ে মাছটি। পরে মাছটি সোয়া লাখ টাকায় বিক্রি করা হয়। 

উপজেলার বাহাদুরাবাদ সরদার পাড়ার জেলে মো. বাদশা মিয়া ও তার ছেলে মো. ময়নুল হকের জালে জালে ১২০ কেজি ওজনের বাঘাইড় মাছটি ধরা পড়লে প্রথমে চমকে যান তারা। তাদের ডাকে লোকজন ছুটে এলে জালে আটকে পড়া মাছটিকে টেনে তোলেন তারা।

মাছটিকে বাহাদুরাবাদ সরদারপাড়া ব্রহ্মপুত্রের ঘাটে এনে পানিতে বেঁধে রাখেন। বাঘাইড় মাছটির দাম ১ হাজার ৫০০ টাকা কেজি দরে ১ লাখ ৮০ হাজার টাকা চাওয়া হলেও বিক্রি হয় ১ লাখ ১৬ হাজার ৫০০ টাকায়।

জেলে মো. বাদশা মিয়া বলেন, মাছটি জালে আটকে যাওয়ার পরে আমরা ভয় পেয়েছিলাম। আশপাশের লোকজনদের সাহায্য নিয়ে মাছটিকে ডাঙায় তোলা হয়। 

জেলে মো. শাহার আলী বলেন, মাছটি আমরা কিনেছি। দু'দিন থেকে পাহারা দেওয়া হচ্ছে এবং মাছটি বিক্রির প্রচারেও খরচ হচ্ছে। সব মিলে কেজি প্রতি মানানসই লাভ হলেই মাছটি আমরা বিক্রি করে দেবো।

মন্তব্যসমূহ (০)


Lost Password