অটোরিকশা চালককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

অটোরিকশা চালককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

ঢাকার ধামরাইয়ে আলামিন (২৩) নামে এক অটোরিকশা চালককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।শুক্রবার দুপুরে ১২টার দিকে ধামরাই পৌরসভার মাধববাড়ি ব্রিজের দক্ষিণ পাশে একটি চায়ের দোকানের সামনে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ জাহাঙ্গীর আলম নামে একজনকে আটক করেছে।নিহত আলামিন ধামরাই পৌরসভার কায়েতপাড়া মহল্লার বজলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, দুপুরে পৌরসভার গোয়ারীপাড়া মহল্লার আল-মাহফুজের মোটরসাইকেলের সঙ্গে আলামিনের আটোরিকশার সংঘর্ষ হয়। এসময় উভয়ের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে দুপুর ১২টার দিকে মাধববাড়ি ব্রিজের দক্ষিণ পাশের ঢালে একটি চায়ের দোকানের সামনে আলামিনের পেটে ও বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মাহফুজ। এতে ঘটনাস্থলেই আলামিনের মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় অটোরিকশা চালক আলামিনকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে আল মাহফুজ নামে একজনের বিরুদ্ধে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password