আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ১৫

আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ১৫

আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় করা মামলার আসামিকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত ১৫ জন আহত হয়েছেন।

চট্টগ্রামের আনোয়ারায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ ঘটনায় কর্ণফুলী থানার ওসিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (৮ জুন) রাত ১১টার ১০ মিনিটের দিকে উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গত শুক্রবার (৭ জুন) বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাজেট পরবর্তী স্বাগত মিছিলকে কেন্দ্র করে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জান চৌধুরী জাবেদ ও বর্তমান অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভূমিমন্ত্রীর অনুসারী এম এ মান্নান চৌধুরীসহ ৬ জন আহত হন। এ ঘটনায় শনিবার (৮ জুন) কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার প্রধান আসামি করা হয় মো. মোজাম্মেল হক ওরফে গাছ মোজাম্মেলকে।

তিনি অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের অনুসারী হিসেবে পরিচিত। মূলত তাকে গ্রেপ্তার করতে গিয়েছিল পুলিশ। ওই সময় পুলিশের ওপর হামলা চালিয়ে মোজাম্মেলকে ছিনিয়ে নেয় তার অনুসারীরা। হামলায় কর্ণফুলী থানায় ওসি ও আনোয়ারা থানার ৪ পুলিশ সদস্য আহত হন।

মন্তব্যসমূহ (০)


Lost Password