লকডাউনের নির্দেশনা না মেনে পুলিশের সাথে তর্ক!

লকডাউনের নির্দেশনা না মেনে পুলিশের সাথে তর্ক!

রাজধানীর সন্নিকটে সাভারের আশুলিয়ায় লকডাউনের আইন না মেনে উল্টো পুলিশের সাথে তর্ক জড়িয়ে পড়ে প্রাইভেটকার চালককে আটক করা হয়েছে। তার কাছে মুভমেন্ট পাস চাওয়া হলেও উল্টো পুলিশের ওপর চড়াও হয় চালক। পরে গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইন্সেস চাইলেও দিতে অস্বীকার করে। পরে পুলিশ সেই চালককে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে নবীনগর-চন্দ্রা মাহাসড়কের আশুলিয়ার বাইপাইলে। অভিযুক্ত চালকের নাম মো. আলম।

এ বিষয়ে আশুলিয়া থানার এস আই হারুন অর রশিদ জানান, অভিযুক্ত চালককে লকডাউনে বিশেষ প্রয়োজনে চলাচলের জন্য মুভমেন্ট পাস দেখতে চাইলে তর্ক জড়িয়ে পড়ে। এসময় পুলিশের কাজেও বাধা দেয়। সেই অভিযোগের দায়ে তাকে আটক করা হয়। পরে ট্রাফিক আইনে প্রাইভেটকারের বিরুদ্ধে মামলা দিয়ে চালককে ছেড়ে দেয়া হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password