দেশে করোনায় গেল আরও ১৯৫ জনের প্রান

দেশে করোনায় গেল আরও ১৯৫ জনের প্রান

দেশে প্রতিদিনি হুর হুর করে বাড়ছে প্রলয়ংকারী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৯৫ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে মোট করোনায় মৃত্যু সংখ্যা দাড়ালো ১৯ হাজার ৪৬ জনে। একই সময়ে দেশে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৭৮০ জন। 

আজ  শনিবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৬৩৯টি ল্যাবরেটরিতে ২০ হাজার ৫৩৬টি নমুনা সংগ্রহ করা হয় এর মধ্যে  ২০ হাজার ৮২৭টি নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘন্টার নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয় ৬ হাজার ৭৮০ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১১ লাখ ৫৩ হাজার ৩৪৪ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরিক্ষায় শনাক্তের হার ৩২.৩৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৯ হাজার ৭২৩ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৯ লাখ ৮৮ হাজার ৩৩৯ জন।

২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৫.৬৯ শতাংশ।

মন্তব্যসমূহ (০)


Lost Password