বাস চাপায় ঘটনায় নেশাগ্রস্ত চালক ও হেলপার গ্রেফতার

বাস চাপায় ঘটনায় নেশাগ্রস্ত চালক ও হেলপার গ্রেফতার

সাভারে আশুলিয়া নরসিংহপুরে ক্ল্যাসিক পরিবহনের চাপায় শামছুল আলম নামে একটি পোশাক কারখানার এক কর্মকর্তা নিহতের ঘটনায় বাসটির চালক ও তার সহযোগিকে (হেলপার) রবিবার (১৪ মার্চ) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪ এর সদস্যরা।

গ্রেফতাররা হলেন- ক্ল্যাসিক পরিবহনের চালক ওয়াসিম ওরফে আল-আমিন ও হেলপার মো. শাকিল। তাদের বাড়ি শেরপুর ও নারায়নগঞ্জ।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুই আসামি ওই পোশাক কারখানার কর্মকর্তা শামছুল আলমকে বাসচাপার কথা স্বীকার করেছে। তাদেরকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মূলত সামনে থাকা আরেকটি বাসকে ওভারটেকিং এ দূর্ঘটনা ঘটে।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে চালকের কোনো নিজস্ব ড্রাইভিং লাইসেন্স নেই ও ঘটনার দিন তিনি বিভিন্ন ধরনের নেশায় আসক্ত ছিলেন।

গত বৃহস্পতিবার রাতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকায় নিজ কর্মস্থল শারমিন গ্রুপের সামনে আশুলিয়া ক্ল্যাসিক পরিবহনের চাপায় নিহত হন শামছুল আলম। এরপর ঘটনাটি না দেখার ভান করে এক কিলোমিটার গাড়ি চালিয়ে ওই পরিবহনের চালক ও হেলপার গাড়ী রেখেই পালিয়ে যায়। এরপর বিক্ষুদ্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে তিনটি বাসে অগ্নিসংযোগ ও ১০টি যানবাহনে ভাঙচুর করে।

মন্তব্যসমূহ (০)


Lost Password