আটকের পর জানা গেলো মসজিদ কমিটির সভাপতি ছিলো ডাকাত

আটকের পর জানা গেলো মসজিদ কমিটির সভাপতি ছিলো ডাকাত

কুমিল্লার তিতাসে বাসায় ডাকাতি করতে গিয়ে মসজিদ কমিটির সভাপতি হাতেনাতে আটক হয়েছে । পুলিশের তালিকা অনুসারে আটক হওয়া ব্যক্তি কুমিল্লার আন্তঃজেলা ডাকাত দলের সদস্য । ডাকাত সদস্য শরীফ আহম্মেদ সরকার এর আগে অস্ত্রসহ কুমিল্লা জেলা পুলিশের গােয়েন্দা সংস্থা ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয় । তার বিরুদ্ধে কুমিল্লার তিতাস থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে । ডাকাত সদস্য শরীফ আহম্মেদ সরকার তিতাস উপজেলার কৈয়ারপাড় রায়পুর গ্রামের মৃত খুরশিদ মিয়ার ছেলে ।

সে এলাকার একজন চিহ্নিত ডাকাত সদস্য হওয়ায় স্থানীয়রা সবসময় তার ভয়ে আতঙ্কে থাকতেন । স্থানীদের ভয়ভীতি দেখিয়ে ডাকাত সদস্য শরীফ তার রায়পুর গ্রামের জামে মসজিদের সভাপতি হয়েছেন বলে জানান ২ নং জগতপুর ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান । ইউপি চেয়ারম্যান জানান , জনতার হাতে আটক হওয়া ডাকাত সদস্য শরীফ আহম্মেদ সরকার স্থানীয়দের জন্য একজন ভয়েঙ্কর নাম । সে শুধু তিতাসে নয় কুমিল্লার আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ।

রায়পুর জামে মসজিদের সভাপতি হয়েছেন মসজিদের মুসল্লি ও স্থানীদের ভয়ভীতি দেখিয়ে । ঘটনার সূত্রে জানা যায় , মঙ্গলবার ( ১৬ মার্চ ) দিবাগত রাতে তিতাসের নারান্দিয়া ইউনিয়ন ফ্রেন্ডস ক্লাবের সভাপতির বাসায় ডাকাতি করতে গেলে ডাকাত সদস্য শরীফকে ( ৩০ ) জনতা হাতেনাতে আটক করে । পরে পুলিশে সােপর্দ করে । তার সঙ্গে থাকা ডাকাত দলের ৭-৮ সদস্য পালিয়ে যায় । স্থানীয়রা জানান , ডাকাত শরিফ পূর্বে তিতাস উপজেলার আসমানিয়ায় ডাকাতি করতে গিয়ে ধরা আটক হয়েছিলাে ।
তিতাস থানার ওসি সৈয়দ মােহাম্মদ আহসানুল ইসলাম বলেন , আটককৃত ডাকাত শরীফ কুমিল্লার আন্তঃজেলা ডাকাত দলের সদস্য । তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে । তবে দেখা ছাড়া সঠিক তথ্যটি বলা যাচ্ছে । রাতে ডাকাতির ঘটনায় আটকের ঘটনায়ও মামলা প্রকৃয়াধীন । শরীফের দেয়া তথ্যমতে পুলিশ আরও একজনকে আটক করেছে বলে জানা গেছে । তবে পুরাে টিমকে ধরার কৌশল হিসেবে এখনই তার নাম পরিচয় প্রকাশ করা যাচ্ছে না ।

মন্তব্যসমূহ (০)


Lost Password