সুনামগঞ্জের দিরাই উপজেলায় খাসজমির দখল নিয়ে সংঘর্ষে যুবক নিহত

সুনামগঞ্জের দিরাই উপজেলায় খাসজমির দখল নিয়ে সংঘর্ষে যুবক নিহত
MostPlay

সুনামগঞ্জের দিরাই উপজেলায় খাসজমির দখল নিয়ে সংঘর্ষে শাহ মুল্লক (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় অর্ধশত লোক। 

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের  নুরনগর গ্রামে পিয়ান নদীর উত্তরপাড়ে এ ঘটনা ঘটে। নিহত শাহ মুল্লক নুরনগর গ্রামের আবদুস সালমের ছেলে। 

স্থানীয়রা জানান, জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে নুরনগর গ্রামের সামছুল ইসলাম এবং ফিরোজ আলী, আলমগীর মাস্টার ও জমশেদ এই দু’পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ফিরোজ আলী বাহিনী কর্তৃক খাস জায়গা দখল নিয়ে গ্রামবাসী ও সামছুল ইসলামের লোকজনের সঙ্গে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে দু'পক্ষের মধ্যে মামলাও রয়েছে। 

শনিবার সকালের দিকে সামছুল ইসলাম পক্ষের লোকজন পিয়ান নদীর উত্তরপাড়ে কৃষিকাজ করতে গেলে ফিরোজ আলী ও আনহারের নেতৃত্বে আলমগীর মাস্টার, জমসেদ, নবাব, সেজ, রেজুসহ ফিরোজ বাহিনীর লোকজন সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালালে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনায় সামছুল ইসলামের পক্ষের একজন ঘটনাস্থলেই মারা যান এবং সামছুল ইসলামসহ উভয়পক্ষের অর্ধশত লোক আহত হন। 

আহতদের মধ্যে নুরনগর গ্রামের তোফাজ্জল মিয়া (৩৫), সামছুল ইসলাম (৫০), সফর আলী (৩৫),সিরাজুল ইসলাম (৩২) ও লুৎফর মিয়াকে (৩৫) গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেরণ করা হয়েছে এবং বাকিদের দিরাই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার সত্যতা স্বীকার করে ওসি আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password