নওগাঁর মান্দায় ডাকাতি করতে গিয়ে গ্রামবাসীদের ধাওয়ায় এক ডাকাত আটক

নওগাঁর মান্দায় ডাকাতি করতে গিয়ে গ্রামবাসীদের ধাওয়ায় এক ডাকাত আটক

নওগাঁর মান্দায় ডাকাতি করতে গিয়ে গ্রামবাসীদের ধাওয়ায় এক ডাকাতকে আটক করা হয়েছে।

শনিবার রাত দেড় টার দিকে নওগাঁর মান্দা উপজেলার হাজিগোবিন্দপুর দক্ষিণপাড়া (বালিকাপাড়া) এলাকার বুড়ির বিল এলাকা থেকে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য রবি (৪৪) কে স্থানীয়রা আটক করেছে।

আটককৃত ডাকাত রাজশাহীর কাশিয়াডাংগা থানা এলাকার তৈয়ব আলীর ছেলে।

এসময় আরো ৬/৮ জন ডাকাত সদস্যরা জ্যাক ট্রাকে করে পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানান।

তারা আরো জানান, বেশ কিছুদিন থেকে গ্রামে গরু চুরি করার চেষ্টা চালিয়ে আসছে ডাকাতরা। ইতিমধ্যে ৭/৮ দিন আগে পাশের গ্রাম বলদেপাড়া থেকে ২ টি গরু চুরি করতে সক্ষম হয় সংঘবদ্ধ চোরের দল।

এসময় বাড়ির মালিক চুরির বিষয়টি বুঝতে পেরে বাহিরে বের হয়ে দেখেন তার গরু ট্রাকে তুলে নিয়েছে আর মালিক যখন সেটা বাধা দেওয়ার চেষ্টা করে তখন অস্ত্র দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করে আর গরু নিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়।

তারপর থেকে আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে গ্রামে গরু চুরি ঠেকাতে পালা করে আমাদের গ্রামবাসীরা পাহারা দেওয়ায় ডাকাতরা তেমন কোন সুবিধা করতে পারেনি।

ঘটনার দিন শনিবার গভীর রাতে পাহারারত স্থানীয় গ্রামবাসীদের ধাওয়ায় ডাকাত সদস্যরা ট্রাকে চড়ে পালিয়ে গেলেও একজন ডাকাত সদস্য পালাতে গিয়ে রাস্তার নিচে বুড়ির বিলে রাম দা সহ ঝাঁপ দিলে গ্রামবাসীরা তাকে আটক করে। তবে পানিতে পড়ে তার হাতে থাকা রাম দা হারিয়ে যায়।

খবর পেয়ে মান্দা থানার উপপরিদর্শক আতিউর রহমান সহ পুলিশ সদস্যরা সেখানে এলে গ্রামবাসীরা ডাকাতকে পুলিশের কাছে সোপর্দ করেন।

উপপরিদর্শক আতিউর রহমান জানান, আমরা তদন্ত করে বাকিদের ধরার চেষ্টা করব এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password