করোনায় রেকর্ড এক দিনে ২৫৪ জনের মৃত্যু

করোনায় রেকর্ড এক দিনে ২৫৪ জনের মৃত্যু

দেশে প্রতিদিনি হুর হুর করে বাড়ছে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৫৮ জনের মৃত্যু হয়েছে। যা বাংলাদেশের করোনা ইতিহাসে একদিনে মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। এই নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ১৯ হাজার ৭৭৯ জনে। একই সময়ে দেশে নতুন করে শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৯২৫ জন। আজ মঙ্গলবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত ২৫৮ জনের মধ্যে পুরুষ ১৩৮ জন ও নারী ১২০ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০২ জন, বেসরকারি হাসপাতালে ৩৯ জন ও বাসায় ১৫ জন এবং হাসপাতালে আনার পথে ১ জন মারা যায়। একই সময়ে ৫২ হাজার ৪৭৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ১৪ হাজার ৯২৫ জন। যা একদিনে সর্বোচ্চ নমুনা পরিক্ষা ও শনাক্তের সংখ্যা।এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ লাখ ৯৪ হাজার ৭২৫ জনে। গত ২৪ ঘন্টায় নমুনা পরিক্ষীর বিপরীতে শনাক্তের হার ২৮.৪৪ শতাংশ।

মন্তব্যসমূহ (০)


Lost Password