কাপাসিয়া উপজেলা সেচ্চাসেবী সংগঠনের সেচ্চাসেবী সদস্য ও প্রবাসীদের মিলন মেলা

কাপাসিয়া উপজেলা সেচ্চাসেবী সংগঠনের সেচ্চাসেবী সদস্য ও প্রবাসীদের মিলন মেলা

গত ১৪ জুলাই,২০২৩ শুক্রবার কাপাসিয়া উপজেলার সকল সেচ্চাসেবী সংগঠনের আয়োজনে। তরগাঁও, কাপাসিয়া গাজীপুর “ রূপনগর পালকি কমিউনিটি সেন্টারে” ।“এসো সেবা করি, মানবিক কাপাসিয়া গড়ি ” মূল লক্ষ্য নিয়ে কাপাসিয়া উপজেলা সেচ্চাসেবী সংগঠনের সেচ্চাসেবী সদস্য ও প্রবাসীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির এম.পি সিমিন হোসেন রিমি ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া, গাজীপুরের উপজেলা নির্বাহী অফিসার,জনাব এ. কে. এম গোলাম মোর্শেদ খান, সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ নাজমুল হুসাইন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার জনাব ডঃ মোঃ রাশেদুজ্জামান মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডঃ মোঃ মামুনুর রহমান, অফিসার ইনচার্জ কাপাসিয়া থানার জনাব এ. এইচ. এম লুৎফুল কবীর, আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মোঃ রুহুল আমিন ও যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ এজাজ মিয়া।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমাজ কর্মী, আহবায়ক মিলন মেলা কমিটির জনাব মোঃ বাবু শেখ । “এসো_সেবা_করি, মানবিক_কাপাসিয়া_গড়ি ” উক্ত স্লোগান নিয়ে রূপনগর কমিউনিটি সেন্টারে(পালকি) কাপাসিয়া উপজেলার ৪৫টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধানদের নিয়ে আগামী ১৪ তারিখে অনুষ্ঠিত হয়ে গেল একটি মিলন মেলা। কাপাসিয়া উপজেলার অন্যতম সফল ও মানবিক সংগঠন "হিলফুল ফুজুল যুব সংঘ"এর সদস্যরা সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ আসনের এমপি জনাবা সিমিন হোসেন রিমি এবং , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া, গাজীপুরের উপজেলা নির্বাহী অফিসার,জনাব এ. কে. এম গোলাম মোর্শেদ খান, সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ নাজমুল হুসাইন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার জনাব ডঃ মোঃ রাশেদুজ্জামান মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডঃ মোঃ মামুনুর রহমান, অফিসার ইনচার্জ কাপাসিয়া থানার জনাব এ. এইচ. এম লুৎফুল কবীর, আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মোঃ রুহুল আমিন ও যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ এজাজ মিয়া। সামাজিক ও মানবিক কাজে অবদান রাখায় গাজীপুর-৪ আসনের এম.পি সিমিন হোসেন রিমি “হিলফুল ফুজুল যুব সংঘ” কে সম্মাননা স্মারক প্রদান করেছেন। এবং সংগঠনের সকল কাজে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

“হিলফুল ফুজুল যুব সংঘ ”গঠিত হয় ২০১৬ সাথে একঝাঁক তরুণ ও যুবকদের সমন্বয়ে । সংগঠনের কার্যক্রমগুলো হলোঃ

  • ১. বার্ষিক ওয়াজ মাহফিল।
  • ২. ইফতার বিতরণ কর্মসূচী।
  • ৩.ত্রান সামগ্রী বিতরণ কর্মসূচী।
  • ৪.ঈদের উপহার সামগ্রী বিতরণ কর্মসূচী।
  • ৫.এলাকার গরীব দুঃস্থ অসহায়দের পাশে দাঁড়ানো।
  • ৬.মসজিদ উন্নয়ন কর্মসূচি।
  • ৭.অসুস্থ অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষকে নগদ অর্থ প্রদান ও চিকিৎসা সেবা নিশ্চিত করা।
  • ৮. ইফতার মাহফিল কর্মসূচী।
  • ৯. বৃক্ষ রোপন কর্মসূচী।
  • ১০. ঈদ-এ মিল্লাদুননবী অনুষ্ঠান কর্মসূচি।
  • ১১. সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সহ সংগঠনের পক্ষে আরো বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে।

মন্তব্যসমূহ (০)


Lost Password