স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউরোপীয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ- ইইউবিতে রিসার্চ ও থিসিস পেপার লেখা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
বুধবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার হলে দিনব্যাপী উক্ত কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় সিএসই বিভাগের শিক্ষিকা মৌমিতা কবির এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিএসই বিভাগের চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান, সিভিল বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোঃ আবুল কালাম আজাদ, এক্সটার্নাল এফেয়ার্সের পরিচালক এমদাদুল হক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ হজরত আলি, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. আবু তাহের। সিএসই বিভাগের চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান বলেন, শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক যে কোনো প্রতিযোগিতার গড়ে তুলতে রাত-দিন কাজ করে যাচ্ছি এবং প্রতিনিয়ত নতুন নতুন আইডিয়া ক্রিয়েট করছি।
যাতে করে আমাদের শিক্ষার্থীরা গ্রাজুয়েশন কমপ্লিট করে বসে না থাকতে হয়। রিচার্সের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করে। নিজেদের অন্যদের থেকে একধাপ এগিয়ে রাখে। সিএসই বিভাগের শিক্ষক বোরহান উদ্দিন তালুকদার, আবু তাহের ধ্রুব এবং শোভন চক্রবর্তী শিক্ষার্থীদের থিসিস ও রিচার্স পেপার সম্পর্কিত সকল তথ্য ও রিসোর্স নিয়ে গাইডলাইনসহ ধারাবাহিক আলোচনা করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেমিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক অজয় কুমার, গনিত বিভাগের সিনিয়র লেকচারার হাবিবুল বাশার, লেকচারার মোঃ আব্দে মান্নাফসহ সিইসি বিভাগের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন