ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
MostPlay

এবার ইউক্রেনকে প্রথমবারের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ২০০ কোটি ডলারের সামরিক সহায়তায় আরও আছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও জাভালান অ্যান্টি ট্যাংক। মঙ্গলবার দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স। ইউক্রেনে রুশ সামরিক অভিযানের প্রায় এক বছর হতে চলেছে। তবে একে অভিযান না, রুশ আগ্রাসন আখ্যা দিয়ে শুরু থেকেই ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে আসছে পশ্চিমারা। এরই অংশ হিসেবে প্রথমবারের মতো ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স। মোট ২০০ কোটি ডলারের সামরিক সহায়তার প্রস্তুতি নিয়েছে বাইডেন প্রশাসন। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে চলতি সপ্তাহেই। এই সামরিক সহায়তার মাঝে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও জাভালান অ্যান্টি ট্যাংকসহ আছে অত্যাধুনিক অস্ত্র। এদিকে ইউক্রেনকে আরও ১২টি হাউটজার দিতে যাচ্ছে ফ্রান্স। এরই মধ্যে কিয়েভকে ১৮টি হাউটজার সরবরাহ করেছে প্যারিস। এছাড়াও ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দিতে পোল্যান্ডে দেড়শ সেনা পাঠাচ্ছে ফ্রান্স।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা জানিয়েছেন, প্রথম দফায় ১২ দেশ থেকে ১২০ থেকে ১৪০টি ট্যাংক পেতে যাচ্ছে কিয়েভ। ইউক্রেনকে লেপার্ড টু ট্যাংক দেওয়ার ব্যাপারে জার্মানির সম্মতির পর এবার পোল্যান্ড, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, ডেনমার্ক ও স্পেনও ট্যাংক দিতে আগ্রহ প্রকাশ করেছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password