কেন্দুয়ায় হস্ত ও কুটির শিল্প মেলা পরিদর্শন করলেন ইউ এন ও - কাবেরী জালাল

কেন্দুয়ায় হস্ত ও কুটির শিল্প মেলা পরিদর্শন করলেন ইউ এন ও - কাবেরী জালাল
MostPlay

নেত্রকোনা জেলার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাব কর্তৃক আয়োজিত মাস ব্যাপি হস্ত ও কুটির শিল্প মেলা পরিদর্শন করলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল।

সোমবার (১৩ ফেব্রুয়ারী) রাতে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমিকে সঙ্গে নিয়ে মেলা পরিদর্শন করার জন্য আসেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল মেলার প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখেন ও মেলার সার্বিক খোঁজ খবর নেন।

এ সময় কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাব, সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল, সাবেক সভাপতি আলমগীর চৌধুরী, সহসভাপতি সুনীল পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মা, প্রেসক্লাব সদস্য মজিবুর রহমান, সাংবাদিক মহিউদ্দিন সরকার, বিএমএফ টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাইফুল আলম দুলাল ও মেলা পরিচালনা কমিটির পরিচালক জয়নাল আবেদীন ফকির উপজেলা নির্বাহী অফিসারকে স্বাগত জানান।

পরে রাত ১০ টা ১ মিনিটে রের্ফেল ড্র অনুষ্ঠিত হয়। প্রথম পুরস্কার ফ্রিজ পেয়েছেন কেন্দুয়া সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী রনি আক্তার স্বর্না,দ্বিতীয় পুরস্কার এল ই টি টিভি পেয়েছেন নওপাড়া ইউনিয়নের সিধরপুর গ্রামের রিফাত।মোট ৪১ টি পুরস্কার দেওয়া হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password