সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী ‘প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ

সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী ‘প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ
MostPlay

Bangladesh Red Crescent Society(BDRCS) 'র কমিউনিকেশন বিভাগের উদ্যোগে ও International Committee of the Red Cross ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্যা রেড ক্রস (আইসিআরসি)-এর সহযোগিতায় সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী ‘প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ আজ বুধবার সোসাইটির সদর দপ্তরে শুরু হয়েছে।

প্রশিক্ষণে দেশের প্রথম সারির ইলেকটনিক মিডিয়ার ২০ জন সিনিয়র সাংবাদিক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা দেওয়া এই প্রশিক্ষণ আয়োজনের অন্যতম উদ্দেশ্য, যা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা পালন করবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) এটিএম আবদুল ওয়াহ্হাব, সোসাইটির পরিচালনা পর্ষদের সদস্য  মাঞ্জরুল ইসলাম ও মফিজুর রাহমান বাবলু, সোসাইটির মহাসচিব মোঃ ফিরোজ সালাহ উদ্দিন, প্রশিক্ষণ বিভাগের পরিচালক একরাম এলাহি চৌধুরি এবং যুব ও সেছছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর শিকদার।

মন্তব্যসমূহ (০)


Lost Password