মান্দায় গোয়াল মান্দা যুব সংঘের আয়োজনে ফাইনাল ক্রিকেট টুনামেন্ট  অনুষ্ঠিত

মান্দায় গোয়াল মান্দা যুব সংঘের আয়োজনে ফাইনাল ক্রিকেট টুনামেন্ট  অনুষ্ঠিত

মাদক কে না বলি, নিয়মিত খেলার মাধ্যমে সুস্হ জীবন গড়ি, প্রতিবাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় গোয়ালমান্দা নুরুল্যাবাদ  যুব সংঘের আয়োজনে ফাইনাল ক্রিকেট টুনামেন্ট  অনুষ্ঠিত হয়েছে।

আজ ৯/০৬/২৩ ইং রোজ শুক্রবার বিকেলে  রেজাউল ইসলামের সঞ্চালনায় ও মোঃ আব্দুর  জব্বার এর সভাপতিত্বে  গোয়াল মান্দা গ্রামের একটি মাঠে  বিকাল ৩টার সময় মান্দার গোয়ালমান্দা নুরুল্যাবাদ যুব সংঘের আয়োজনে বাদশা ইংলিশ একাডেমী রাজশাহী এর সহযোগিতা এই খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় দুটি দল অংশ গ্রহন করেন।

নুরল্যাবাদ নিখিড়াপাড়া ক্রিকেট একাদশ ও নুরুল্যাবাদ শাহ পাড়া ক্রিকেট একাদশ। নুরল্যাবাদ শাহপাড়া ক্রিকেট একাদশ জয় লাভ করে ও রানার্স আপ হয় নুরুল্যাবাদ নিখিড়াপাড়া ক্রিকেট একাদশ। এছাড়াও ফাইনাল খেলা দেখার জন্য অত্র অঞ্চলের সকল বয়সের খেলা প্রেমী দর্শকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।

এই ক্রিকেট খেলা দেখতে আসা দর্শকদের সাথে কথা হলে তারা জানান, অনেক দিন পর এ রকম আয়োজনে আমরা সবাই খুশি এতে ছেলে মেয়েরা পড়া শুনার পাশাপাশি খেলা মুখী হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password