বাংলাদেশের যেসব চ্যানেলে দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশের যেসব চ্যানেলে দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ
MostPlay

স্পোর্টস ডেস্ক : অপেক্ষার পালা শেষ। আজ থেকে শুরু হতে যাচ্ছে টি-টুয়েন্টি ক্রিকেটের সপ্তম আসর। টি-টুয়েন্টি ক্রিকেট নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই এর মধ্যে দীর্ঘ পাঁচ বছর পর শুরু হচ্ছে টি-টুয়েন্টি ক্রিকেটের আসর। তাই এবার যেন দর্শকদের আগ্রহটা যেন একটু বেশি। আজ আবাংলাদেশ সময় বিকেল ৪টায় ওমান-পাপুয়া নিউ গিনির ম্যাচ দিয়ে শুরু হবে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের সপ্তম আসর। যা চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।

ওমানে ও আমিরাতে অনুষ্ঠিত এ সপ্তম আসরটিতে মাঠে দর্শক ফেরাতে পারলেও মানতে হবে নানা বিধি নিষেধ। এমন অবস্থায় কোন চ্যানেলে খেলা দেখাবে তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহের শেষ নেই। বিশ্বকাপের ম্যাচ যেসব চ্যানেল সম্প্রচার করবে তাদের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বাংলাদেশি তিনটি চ্যানেলে (জিটিভি, টি-স্পোর্টস ও বিটিভি) বিশ্বকাপের খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে। এছাড়া র‌্যাবিটহোল ও বায়স্কোপ অ্যাপেও ম্যাচ উপভোগ করতে পারবেন টাইগার সমর্থকরা।

এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে মোট ১৬ দল অংশ নিচ্ছে। যার মধ্যে আট দল সরাসরি অংশ নেবে সুপার টুয়েলভে। বাকি আট দল বাছাইপর্ব খেলবে দুটি গ্রুপে ভাগ হয়ে। সেখান থেকে চার দল যোগ দিবে সুপার টুয়েলভে। বিশ্বকাপের মূল পর্বে প্রত্যেক গ্রুপে ৬টি করে দল থাকবে। বাংলাদেশকে বাছাইপর্বে ওমান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনির বাধা পেরোতে হবে। সেখানে কাঙ্ক্ষিত গ্রুপ সেরা হতে পারলে সুপার টুয়েলভে তাদের প্রতিপক্ষ হবে নিউ জিল্যান্ড, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও গ্রুপ ‘এ’ রানার্সআপ দল।

মন্তব্যসমূহ (০)


Lost Password