বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন তামিম ইকবাল। মূলত ইনজুরির কারণেই অধিনায়কত্ব ছাড়ার কারণ জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৩ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় সংবাদ সম্মেলনে এ কথা জানান তামিম। ইনজুরির কারণে প্রায়ই ম্যাচ মিস করেন তামিম।
এ বিষয়টি বিবেচনায় নিয়েই অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তামিম। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দেখেন, পাপন ভাই আর জালাল ভাইয়ের সঙ্গে মিটিংয়ে আমি এ কথাটাই বলেছি। আমার পক্ষে ওয়ানডের অধিনায়ক না থাকাটাই হবে ভালো সিদ্ধান্ত।
ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার পাশাপাশি বৈঠক শেষে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। এশিয়া কাপে তামিম ইকবালের খেলা নিয়ে শঙ্কা ছিল। শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হলো। পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আসরে খেলতে পারবেন না ড্যাশিং ওপেনার।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন