আর কখনো দৌড়াতে পারবেন না শোয়েব আক্তার

আর কখনো দৌড়াতে পারবেন না শোয়েব আক্তার
MostPlay

স্পোর্টস ডেস্ক : ইতিহাসের অন্যতম সেরা গতিময় বোলারদের একজন পাকিস্তানের শোয়েব আক্তার। ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে গতিময় বলটি তিনিই করেছেন। ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্দের বিপক্ষে তার করা ১৬১.৩ কিলোমিটারের বলটি এখন পর্যন্ত সর্বোচ্চ গতির বল। জোরে বল করতে গিয়ে ক্যারিয়ারে অনেক সময় ইনজুরিতেও পরতে হয়েছে তাকে। তবে গতির সাথে কখনও আপোষ করেননি শোয়েব।

প্রায় বাউন্ডারি লাইনের কাছ থেকে ছুটে এসে ২২ গজে গতির ঝড় তুলতেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। যাকে বল করতে দৌড়াতে দেখলেই ভয়ে বুক কাঁপত অনেক ব্যাটসম্যানের। শোয়েব আক্তার তার আন্তর্জাতিক ক্যারিয়ারে ২২৪ট ম্যাচ খেলে ৪৪৪টি উইকেট শিকার করেছেন।

একসময় ২২ গজে গতির ঝড় তোলা সেই রাওয়াল পিন্ডি এক্সপ্রেস হয়ত আর কখনো দৌড়াতে পারবেন না। অবাক হচ্ছেন শুনে? শুধু অবাক না রীতি মতো থমকে যাওয়ার মতো কথা। তবে বিষয়টি দুঃখজনক হলেও সত্যি। শোয়েব আক্তার নিজেই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছেন বিষয়টি। তিনি বলেছেন, তিনি আর কখনো দৌড়াতে পারবেন না। কারণ তার হাঁটুতে প্রচন্ড সমস্যা দেখা দিয়েছে। যার কারণে হাঁটুতে অনেক বড় অপারেশন করতে হবে। মানে হাঁটুই পরিবর্তন করে ফেলতে হবে তার। ফলে তিনি হয়তো আর কখনো দৌড়াতে পারবেন না।

এ ব্যপারে শোয়েব বলেন, ‘আমার দৌড়ানোর দিন শেষ হয়ে আসছে। কারণ আমি হাঁটু পুরোপুরি পরিবর্তন করার অপারেশনের জন্য অস্ট্রেলিয়ার মেলবোর্নে যাব’। দুই বছর আগেও হাঁটুতে অস্ত্রোপচারের জন্য মেলবোর্নে গিয়েছিলেন শোয়েব। এবার তো হাঁটু প্রতিস্থাপনই করাতে হচ্ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password