নওগাঁয় ট্রাফিক পুলিশের চেক পোস্ট দেখে পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর ছিচরে পরলো মোটরসাইকেল। মহূর্তের মধ্যেই পড়ে যাওয়া চালক ওঠেই সড়কের ধারে গর্তে পরে থাকা বউ কে উদ্ধার না করে উল্টো পড়ে যাওয়া মোটরসাইকেলটি তুলেনিয়ে বউকে ঘটনাস্থলে রেখেই মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেলেন স্বামী।
এমন দৃশ্য দেখে ঘটনাস্থলে উপস্থিত লোকজন এগিয়ে এসে আহত (হাতে ও পায়ে আঘাত প্রাপ্ত) অবস্থায় ঐ নারীকে উদ্ধার পূর্বক পরবর্তীতে স্বামীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে একটি অটো চার্জার যোগে স্বামীর বলা ঠিকানা (স্থানের) উদ্দশ্যে ঐ নারীকে পাঠিয়ে দেন স্থানিয়রা। বউকে ফেলে রেখে মোটরসাইকেল নিয়ে স্বামী পালিয়ে যাওয়ার ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলার চৌমাশিয়া (নওহাটামোড়) বাজারে।
স্থানিয়রা জানান, নওগাঁর জনগুরুত্বপূর্ণ ত্রি-মুখি চৌমাশিয়া (নওহাটামোড়) বাজারে শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত নওগাঁ জেলা ট্রাফিক পুলিশ চেক পোস্ট বসিয়ে তাদের দ্বায়িত্ব পালন করছিলেন। আনুমানিক দুপুরের পূর্ব মহূর্তে নওগাঁর দিক থেকে মহাদেবপুর অভিমুখি আসা একটি মোটরসাইকেল চালক ঘটনাস্থলে পৌছে ট্রাফিক পুলিশের চেক পোস্ট দেখতে পেয়ে এসময় দ্রুত গতিতে মোটরসাইকেলটি নিয়ে পালাতে গিয়ে ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি পড়ে ছিচরে যায় এবং মোটর সাইকেল চালক (২৮) পড়েন এক সাইডে এবং মোটরসাইকেলের পেছনে বসা আরোহী নারী (২৪) সিটকে পড়েন সড়কের অপর সাইডে গর্তে। এসময় মোটরসাইকেল চালক দ্রুত সময়ের মধ্যেই ওঠে এসে পড়ে যাওয়া মোটরসাইকেল টি তুলেনিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান।
এমন দৃশ্য দেখে ঘটনাস্থলে উপস্থিত লোকজন এগিয়ে এসে গর্তে পড়ে যাওয়া নারীটিকে উদ্ধার করেন। হাতে ও পায়ে আঘাত প্রাপ্ত নারীর বরাতদিয়ে ঘটনাস্থলে থাকা লোকজন জানান, মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়া চালক যুবক ও নারীটি স্বামী স্ত্রী। মোটরসাইকেলটি তাদের এক আত্বীয়ের কাছে থেকে নিয়ে তারা স্বামী-স্ত্রী দু’ জন অপর এক আত্বীয়ের বাড়িতে যাচ্ছিলেন। কিন্তু এখানে এসে হঠাৎ সামনে পুলিশের চেক পোস্ট দেখতে পেয়ে বে-কায়দায় পড়ে দ্রুত গতীতে পালাতে গিয়ে এ-বিপত্তি ঘটে। যেহতু মোটরসাইকেলটি অন্যের এজন্য তার স্বামী স্ত্রীকে রেখেই মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যান। পরবর্তীতে নারীটি মোবাইল ফোনে যোগাযোগ করে স্বামীর অবস্থান নিশ্চিত হয়ে একটি অটো-চার্জার যোগে স্বামীর দেওয়া (ঠিকানা) গন্তব্যস্থলের উদ্দেশ্যে চলে যান।
বউ কে ফেলে রেখে স্বামী মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় উপস্থিত লোকজনের মাঝে আলোড়ন সৃষ্টি করে। তবে, স্থানিয়রা তাদের নাম বা পরিচয় জানাতে পারেন নি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন