ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য রোনালদোর বিমান ভর্তি উপহার

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য রোনালদোর বিমান ভর্তি উপহার
MostPlay

গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে আঘাত হানা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ক্ষতিগ্রস্তদের জন্য বিমানভর্তি উপহার সামগ্রী পাঠিয়েছেন সৌদি ক্লাব আল নাসরের এই ফুটবলার। খবর ডেইলি মেইলের। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য খাবার প্যাকেজ, তাঁবু, বালিশ, কম্বল, বিছানা, শিশুদের খাবার, দুধ এবং টিকিৎসা সামগ্রী পাঠিয়েছেন রোনাল্ডো। এবারই অবশ্য প্রথম নয়। তুরস্কের ভূমিকম্পের ঘটনায় আগেও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন রোনাল্ডো।

গত ফেব্রুয়ারিতে পর্তুগিজ সুপারস্টারের অনুমতি নিয়ে তার জুভেন্টাসের একটি জার্সি নিলামে তোলেন তুরস্কের ফুটবলার এবং রোনাল্ডোর সাবেক সতীর্থ মেরিহ দেমিরাল। নিলাম থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই ভূমিকম্পে বিপর্যস্ত জনপদের পেছনে খরচ করা হয়েছে। ভূমিকম্পে পিতৃহারা এক শিশুর সঙ্গে সম্প্রতি দেখা করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে।

মূলত সিরিয়ান সেই বালকের স্বপ্ন পূরণ করতেই তার সঙ্গে সাক্ষাৎ করেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রোনাল্ডোকে দেখেই তার দিকে ছুটে যান সেই সিরিয়ান বালক। জড়িয়ে ধরেন প্রিয় তারকাকে। শুধু ভূমিকম্প নয়, নানান সময়ে মানবিক কাজে নিজের অর্থ খরচ করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, এক শিশুর ব্রেইন সার্জারির জন্য ৮৩ হাজার ডলার অনুদান দিয়েছিলেন রোনাল্ডো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯০ লাখ টাকার সমান। কয়েক বছর আগে ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়াতে পর্তুগালের একটি সংস্থাকে ১ লাখ ৬৫ হাজার ডলার দিয়েছিলেন রোনাল্ডো। বাংলাদেশি টাকায় যা প্রায় ২ কোটি টাকা।

মন্তব্যসমূহ (০)


Lost Password