সোনাতলায় ভিডিও করার সময় মোবাইল ফোন গিলে ফেলে অজগর

সোনাতলায় ভিডিও করার সময়  মোবাইল ফোন গিলে ফেলে অজগর

হাঁসের পালে বিশাল এক অজগর হানা দিয়ে একে একে খেয়ে ফেলে দুটি হাঁস। বাড়ির লোকজন হাঁসের অস্বাভাবিক ডাকাডাকি টের পেয়ে কাছে গিয়ে দেখতে পান অজগরটি। পরে ওয়াইল্ড টিম ও সিপিজি সদস্যদের খবর দিলে তারা গিয়ে ধরে নিয়ে যায় সাপটি।

শুক্রবার (২৪ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন মধ্য সোনাতলা গ্রামের মিজান খলিফার পুকুর পাড় থেকে ধরা হয় প্রায় ১২ফুট লম্বা ও ১৪ কেজি ওজনের বিশাল এই অজগরটি। এদিকে, অজগরটি ধরার পরে ঘটেছে আরেক ঘটনা।

মারুফ নামে এক যুবক মোবাইলে ভিডিও ধারণ করতে গেলে অজগরটি ছোবল মেরে তার হাত থেকে স্মার্ট ফোনটি নিয়ে যায়। মোবাইলটি প্রায় অর্ধেক পরিমাণ গিলে ফেলে। এ সময় সিপিজির টিম লিডার খলিল জমাদ্দার সাপের মুখের মধ্যে গাছের ডাল ঢুকিয়ে মোবাইলটি বের করেন।

ওয়াইল্ড টিমের মাঠ কর্মকর্তা মো. আলম হাওলাদার জানান, গৃহকর্তা মিজান খলিফা খবর দিলে কমিউনিটি প্যাট্রলিং দলেল (সিপিজি) দলনেতা মো. খলিল জমাদ্দারকে সঙ্গে নিয়ে অজগরটি ধরা হয়। সাপটি দুটি হাঁস খেয়ে পুকুর পাড়েই অবস্থান করছিল। অজগরটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়। পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আসাদ্জ্জুামান জানান, ওয়াইল্ড টিম ও সিপিজি সদস্যরা অজগরটি ধরে রেঞ্জ অফিসে নিয়ে আসে। সন্ধ্যা ৬টার দিকে রেঞ্জ অফিস সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password