টিএমএসএস কর্মী/কর্মকর্তাদের স্বাস্থ্য সুরক্ষা সেবায় ৩৮৬১৯টি ভ্যাকসিন প্রদান
মিষ্টার আলী মিলন, বগুড়া জেলা প্রতিনিধিঃ টিএমএসএস জনসচেতনতার মাধ্যমে সকল কর্মী/কর্মকর্তাদের স্বাস্থ্য সুরক্ষা ভ্যাকসিন প্রদান করার লক্ষে ০৮.০২.২৫ইং তারিখ সকাল ১০ ঘটিকায় বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে ভ্যাকসিন প্রদান শুরু হয় এবং বিকাল ৫.০০ ঘটিকায় ভ্যাকসিন প্রদান শেষ করা হয়| Hepa-B, Vaxphoid, Vaxitet, Ingovax ACWY, Influvax Tetra13, Prenovax 23, PervaHAV, Cholvax, Papilovax, Varizost এই সব ভ্যাকসিন এর মধ্যে Hepa-B ০৪টি কোর্স এর মাধ্যমে সর্ম্পূণ করা হবে বলে কর্তৃপক্ষ জানান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হানজালাল রহমান-জোন প্রধান, আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমকর্তা মোঃ আব্দুর রউফ, রিপা বেগম উপস্থিত ছিলেন। এসময় মোঃ হানজালাল রহমান, ভ্যাকসিন প্রদান অনুষ্ঠানে ৬৪ জেলার সকল কর্মী/কর্মকর্তাদের ৩৮৬১৯টি ভ্যাকসিন প্রদান করা হবে। ভ্যাকসিন প্রদানের নিয়ম নীতি বিষয়ে সকলকে অবগত সহ শৃংখলা ও সুষ্ট ভাবে যেন সকল কর্মী/কর্মকর্তা ভ্যাকসিন পেতে পারে সে বিষয়ে মনিটরিং করে নিরাপত্তা নিশ্চিত করার সহ সকলকে ধন্যবাদ জানিয়ে অনুয়াষ্ঠানটি শেষ করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন