মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় ভবনের সিঁড়ি ঘরের নীচ থেকে ২টি হাতবোমা উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ। ১৭ অক্টোবর দুপুর ২টার দিকে গাংনী থানা পুলিশের একটি টিম বোমা ২টি উদ্ধার করে। ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা (ইউডিসি) জাহিদ হোসেন জানান, লাল টেপে মোড়ানো বোমা সদৃশ্য বস্তু দেখে পরিষদের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।
পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে পুলিশ। ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিতে এবং সাধারণ মানুষকে আতঙ্কিত করার জন্য দুর্বৃত্তরা বোমা রেখে গেছে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান, ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সিঁড়ি ঘরের নিচে লাল টেপ মোড়ানো ২টি বোমা সদৃশ বস্তু দেখে স্থানীয়রা খবর দিলে তা উদ্ধার করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন