নওগাঁর সাপাহার উপজেলার ৩ নং তিলনা ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার ৩ নং তিলনা ইউনিয়ন পরিষদের হল রুম কার্যালয়ে এ বাজেট সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল। ইউপি (প্যানেল ১) চেয়ারম্যান হারুন আল্ আজাদ এর সভাপতিত্বে বাজেট পেশ করেন ইউপি সচিব মোঃ জহুরুল ইসলাম শাহ্।
অনুষ্ঠানে ২০২৩-২০২৪ অর্থ বছরে এ ইউনিয়নের সম্ভব্য বার্ষিক আয়-ব্যয় উল্লেখ করে উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। এতে রাজস্ব আয় ধরা হয়েছে ২৫ লক্ষ ৮৫ হাজার ২৮৫, উন্নয়ন আয় ধরা হয়েছে ২ কোটি ৪৩ লক্ষ ৫৪ হাজার ১৭৬ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে রাজস্ব উদ্বৃত্ত উন্নয়ন হিসেবে স্থানান্তরের ১ লক্ষ ২৫ হাজার ৬৭১ সহ মোট ২৫ লক্ষ ৮৫ হাজার ২৮৫ টাকা এবং উন্নয়ন ব্যায় ধরা হয়েছে ২ কোটি ৪৩ লক্ষ ৫৪ হাজার ১৭৬ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মাওলা হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য ফজলে রাব্বি, তিলনা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক স্বপন কুমার পাল, সাপাহার প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক ও সহ-সভাপতি সাংবাদিক হাফিজুল হক সহ সকল ইউপি সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন