নারায়ণগঞ্জে নিহত শাওন আ.লীগ নেতার ভাতিজা : তথ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে নিহত শাওন আ.লীগ নেতার ভাতিজা : তথ্যমন্ত্রী
MostPlay

নারায়ণগঞ্জে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত শাওনকে নিজেদের দলীয় কর্মী বলে দাবি করেছে বিএনপি। তবে জানা গেছে, তিনি ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলীর চাচাতো ভাইয়ের ছেলে। শওকত আলী গণমাধ্যমকে বলেন, ‘শাওন আমার চাচাতো ভাইয়ের ছেলে। সে রাজনীতিতে সক্রিয় না। ভেতরে কোনো সমর্থন ছিল না কি না সেটা জানা নেই। ’

একই সঙ্গে নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত শাওন সেখানকার এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতার ভাতিজা বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘যে ছেলেটি মারা গেছে, সে সেখানকার একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাতিজা। নিহত ব্যক্তি বিএনপির কর্মী নাকি পথচারী, সেটি এখনো তদন্তাধীন। ’ অন্যদিকে নিহত শাওনকে ছাত্রদল নেতা দাবি করছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি।

তিনি বলেন, ‘শাওন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তিনি আমাদের এনায়েতনগর ৩ নম্বর ওয়ার্ডের ছাত্রদল নেতা। ’ শাওনের মৃত্যুর পর আজ দুপুর থেকে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ওই ছবিতে তাকে মিছিলের সামনে দেখা যায়। ছবিতে দেখা যায়, ডোরাকাটা সাদা রঙের টি-শার্ট ও কালো জিন্স পরে শাওন মিছিলের সামনের সারিতে ছিলেন। শাওন প্রধান (২০) ফতুল্লার এনায়েতনগর এলাকায় একটি কারখানায় ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত শোভাযাত্রায় যোগ দিতে আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় যুবদল নেতাদের সঙ্গে নগরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় গিয়েছিলেন তিনি। সেখানে সংঘর্ষ শুরু হলে তিনি গুলিবিদ্ধ হন। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাওনের মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক এস কে ফরহাদ। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি বলেন, ‘শাওন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। শাওন আমাদের এনায়েতনগর ৩ নম্বর ওয়ার্ডের ছাত্রদল নেতা। ’ নারায়ণগঞ্জ পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তাদের ১৫ থেকে ২০ জন সদস্য আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ। তারা বলেছে, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password