চলতি মাসেই পাকিস্তানে শুরু হবে এশিয়া কাপ। সময়টা খুব একটা ভালো যাচ্ছে না নাইম শেখের। ব্যার্থতার বৃত্তে বন্দী হয়ে আছেন তিনি। এর মাঝেই আবার তার দেখা মিললো ভিন্ন একরূপে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, আগুনের উপর হাঁটছেন নাইম। টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করছে প্রতিটি দল। শারীরিক প্রস্তুতির পাশাপাশি চলছে মানসিক প্রস্তুতিও।
কারণটা অবশ্য অজানা নয়। এর আগে জাতীয় দলের আরেক ক্রিকেটার তাসকিন আহমেদকেও দেখা গিয়েছিল এমন জলন্ত স্ফুলিঙ্গের উপর হাঁটতে। তার কারণটা জানিয়েছিলেন তাসকিনই। বলেছিলেন নিজের আত্মবিশ্বাস বাড়াতে ও নিজেকে দৃঢ় করতেই এটা এক ধরনের মানসিক অনুশীলন। ব্যাট হাতে ঘরোয়া লিগে রানের বন্যা বইয়ে দিলেও জাতীয় দলে যেন নিজেকে খুঁজে পাচ্ছেন না নাইম শেখ।
এমতাবস্থায় নিজেকে প্রমাণ করতে ভেঙে গড়া ছাড়া উপায় নেই তার। তাই করার চেষ্টা করছেন নাইম। নিজের মানসিক শক্তি বাড়াতে দারস্থ হয়েছেন বিখ্যাত মাইন্ড ট্রেনার সাবিত রায়হানের। সাবিত রায়হানের সাথে বাংলাদেশ ক্রিকেটের পরিচয় তাসকিনকে দিয়েই। এরপর অবশ্য সময়ে সময়ে আরো একাধিক ক্রিকেটারকে দেখা গেছে তার মনস্তাত্ত্বিক পাঠশালায়। দেখা গেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকেও।
যার সর্বশেষ সংযোজন নাইম শেখ। শুক্রবার রাতে ফেসবুকে তার স্ফুলিঙ্গের উপর হাঁটার ভিডিও আপলোড করেন নাঈম নিজেই। ভিডিওতে ক্যাপশন লিখেছেন, ‘তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহানের থেকে অনুপ্রাণিত।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন