সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ

সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ
MostPlay

নড়াইলে মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ ও মাদ্রাসায় দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা কোনোভাবেই মোবাইল ফোন আনতে পারবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন আনা নিষেধ থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা গোপনে মোবাইল আনছে এবং ভালো-মন্দ বিবেচনা না করে বিভিন্ন ধরনের বিতর্কিত পোস্ট, লাইক এবং শেয়ার নিয়ে বিব্রতকর ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করছে। চিঠিতে কয়েকটি নির্দেশনা অনুসরণ করতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের অনুরোধ করা হয়।

ঈদুল আযহার ছুটির পর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ও অভিভাবকদের নিয়ে সমাবেশ করারও নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, নির্দেশনাটি কঠোরভাবে বাস্তবায়নে প্রয়োজনে শিক্ষার্থীদের ব্যাগ তল্লাশি করতে হবে। কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থার কথাও বলা হয়েছে।

শিক্ষা প্রশাসনের ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ নির্দেশনাসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যবেক্ষণ করবেন বলেও চিঠিতে জানানো হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের কথিত অভিযোগে মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষের গলায় জুতার মালা পরানোর ঘটনার পর দেশজুড়ে ওঠে প্রতিবাদ। এরপরই এই নির্দেশনা আসলো।

মন্তব্যসমূহ (০)


Lost Password