জয়পুরহাট সদরের অফিসার ইনচার্জ রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ

জয়পুরহাট সদরের অফিসার ইনচার্জ রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ
MostPlay

জয়পুরহাট জেলার সদর থানার অফিসার ইনচার্জ জনাব এ.কে.এম আলমগীর জাহান নির্বাচিত হন।

আগস্ট-২০২১ মাসের রাজশাহী রেঞ্জ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পদ্মা কনফারেন্স হল-এ রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, মহোদয়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে  বিভিন্ন ক্যাটাগরিতে ২২ জন পুলিশ অফিসারকে পুরস্কৃত করা হয়। রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ “অফিসার ইনচার্জ” হিসেবে 

রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, মহোদয়ের কাছ থেকে জয়পুরহাট জেলা অফিসার ইনচার্জ এ.কে.এম আলমগীর জাহান শ্রেষ্ঠ “অফিসার ইনচার্জ” হিসেবে স্বীকৃতি ও সম্মাননা স্মারক গ্রহণ করেন। এছাড়াও আগস্ট-২০২১ মাসে জয়পুরহাট জেলায় ক্লুলেস মামলার মূল রহস্য উদঘাটন এবং সংঘটিত ডাকাতি মামলার রহস্য উদঘাটন ও লুন্ঠিত মালামাল উদ্ধারের জন্য জনাব ইশতিয়াক আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাঁচবিবি সার্কেল), জনাব শাহেদ আল মামুন, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা(ডিবি), জনাব মোঃ হাবিবুর রহমান, পুলিশ পরিদর্শক(তদন্ত), জয়পুরহাট সদর থানা, এসআই মোঃ আমিরুল ইসলাম, জেলা গোয়ন্দা শাখা(ডিবি), জয়পুরহাটগণকে রাজশাহী রেঞ্জ ডিআইজি মহোদয় বিশেষ পুরষ্কার প্রদান করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password