ফখর জামানের কাছে মনে হচ্ছে বাংলাদেশ নয় খেলা হচ্ছে পাকিস্তানে

ফখর জামানের কাছে মনে হচ্ছে বাংলাদেশ নয় খেলা হচ্ছে পাকিস্তানে
MostPlay

স্পোর্টস ডেস্ক : সময়টা বেশ ভালই যাচ্ছে পাকিস্তান ক্রিকেরটারদের। বিশ্বকাপে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে জয় পেয়েছে তারা। বিশ্বকাপের প্রথম পর্বে টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছিল তারা। দুর্ভাগ্যবশত সেমিতে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল বাবর আযমদের। বিশ্বকাপ উঁচিয়ে ধরতে না পারলেও পাকিস্তানি সমর্থকদের মন জয় করে নিয়েছিল তারা। সেই ধারা অব্যাহত রেখেছে তারা। আরব আমিরাতের পর এবার বাংলাদেশি দর্শকদের দারুণ সাপোর্ট পেয়ে যাচ্ছে তারা।

বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান কিংবা ফাখর জামানরা একটি শট খেললে, একটি বাউন্ডারি কিংবা ছক্কা মারলে উল্লাসে ফেটে পড়ছে মিরপুরের গ্যালারি। অথচ, খেলাটা হচ্ছে কিন্তু বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের বিপক্ষেই। যেটা বাংলাদেশের গ্যালারিতে সাধারণত দেখা যায় না। তবে সিরিজ শুরু আগেই এমনটা বলেছিলেন পাকিস্তানি অধিয়ান্যক বাবর আযম। বাবর আজম বলেছিলেন, ‘বাংলাদেশের আমাদের অনেক সমর্থক আছে’। সেই কথার প্রমান যেন মিলেছে সিরিজের প্রথম দুই ম্যাচে।

বাবর আযমের পর বাংলাদেশে পাকিস্তানের সমর্থন নিয়ে এবার উচ্ছাস প্রকাশ করলেন পাকিস্তানি টপ অর্ডার ব্যাটার ফখর জামান। এত সমর্থন মিরপুরে তারা পাবেন কল্পনাও করতে পারেননি। সরাসরিই বলে দিলেন, ‘সমর্থন দেখে মনে হচ্ছে যেন ভিন্ন কোনো দেশে নয়, নিজ দেশের মাটিতেই খেলছি। আমাদের প্রতি বাংলাদেশের মানুষের ভালবাসা দেখে তো আমি মুগ্ধ। আমরা আসলে সত্যিই খুশি’।

তিনি বলেন, ‘আমার তো একদমই বিশ্বাস হচ্ছে না (এত সমর্থন)। কারণ, ২০১৮ সালেও আমি এখানে এসেছিলাম, এত দর্শককে দেখিনি পাকিস্তানকে সমর্থন করতে। যত লোক আসছে, আমাদের সমর্থন করছে, তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। বিশ্বাসই হচ্ছে না… মনে হচ্ছে, পাকিস্তানেই খেলা হচ্ছে’।

বাংলাদেশের গ্যালারিতে পাকিস্তানের এত সমর্থন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচুর সমালোচনা হচ্ছে। অনেকেই বলেছেন তারা হুয়তো বাংলাদেশে দুতাবাসের কর্মকর্তা-কর্মচারী কিংবা বিহারী ক্যাম্পের আটকে পড়া পাকিস্তানিরা। তারা দেশকে সাপোর্ট করতেই পারে কিন্ত খোঁজ নিয়ে জানা গেছে তারা কেউ পাকিস্তান থেকে আসেননি। দুতাবাসের কর্মকর্তা-কর্মচারী কিংবা বিহারী ক্যাম্পের আটকে পড়া পাকিস্তানিরাও নয়। এরা সবাই বাংলাদেশি। বাংলাদেশের মাটিতে, এ দেশের আলো-বাতাস, পানি খেয়ে বেড়ে ওঠা সন্তান তারা। কিন্তু তাদের হাতে শোভা পাচ্ছিল পাকিস্তানের পতাকা। পাকিস্তানকে সাপোর্ট করেত আসা অনেকেই বলছেন তারা বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই পাকিস্তানের জার্সি পড়ে। তাদের পতাকাএ নিয়ে মাটেহ খেলা দেখতে এসেছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password